আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বাণী বন্দনায় ভাসতে পারে রাজ্য ও জেলার বিভিন্ন জায়গা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বেলাশেষের শীতেও বৃষ্টির কাঁটা অব্যাহত । আলিপুর আবহাওয়া দফতর বিশেষ আবহাওয়া বার্তায় জানিয়েছে, পূর্ব ভারতের ওপর পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা জলীয় বাষ্প ভরা বাতাসের কারণে ৩-৪ ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ইতিমধ্যেই রাজ্যে ঠান্ডার দাপট কমতে শুরু করেছে । মঙ্গলবার থেকে তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে । সোমবার রাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম । মঙ্গলবার রৌদ্রজ্জ্বল দিনে তাপমাত্রার পারদ ২৬ ডিগ্রি থেকে ১৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে ।

তাপমাত্রার পারদের ঊর্ধ্বগতির পূর্বাভাস ছিলই । কিন্তু বৃষ্টির ভ্রুকুটি সেই পূর্বাভাসে বাড়তি মাত্রা যোগ করেছে । উত্তরবঙ্গের জেলাগুলোতে ৩ ফেব্রুয়ারি বজ্রবিদ্যুত-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । ৪ ফেব্রুয়ারি বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।

৭-১০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে । ৩ ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ৪ ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

See also  আদিবাসী উৎসবের শুভ উদ্বোধন করলেন রায়নার বিধায়িকা তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি