মুম্বাইতে বঙ্গ ভবন নির্মাণ করতে চলেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে তৈরি হবে বঙ্গভবন। চিকিৎসার জন্য রাজ্য থেকে মুম্বাইয়ে পাড়ি দেন অনেকেই। তাই মুম্বাই এগিয়ে থাকা খাওয়ার যাতে কোনো সমস্যা না হয় সেই সুবিধার্থেই এইবারই বানাচ্ছে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বাই শহরে মহারাষ্ট্রের শিবসেনা সরকারের কাছে তার জন্য জমি চেয়ে আবেদন করেছেন। সূত্র মারফত জানা গিয়েছে,শিবসেনা সরকার এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়েছেন।