প্রাকৃতিক দুর্যোগের কারনে রেল পথেই সোমবার বেলায় হাওড়া থেকে শতাব্দী এক্সপ্রেস ধরে মালদহের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল চারটে নাগাদ বোলপুর স্টেশনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল ওরফে কেস্ট। দলীয় সূত্রে খবর, এদিন অনুব্রত দিদির পছন্দের ঘরে ভাজা মুড়ি,
আলুর চপ ও খেজুরের গুড়ের মণ্ডা তার হাতে তুলে দিলেন। জানা গেছে, এদিন রাতে তিনি মালদহে থাকবেন। ৭ ডিসেম্বর মঙ্গলবার তিনি উত্তর ও দক্ষিণ দিনাজপুরে প্রশাসনিক বৈঠক করবেন। ৮ ডিসেম্বর মালদহে বৈঠক করবেন। ওইদিন বৈঠক শেষে তিনি মুর্শিদাবাদে আসবেন। ৯ ডিসেম্বর বৃহস্পতিবার কৃষ্ণনগরে নদীয়া জেলার প্রশাসনিক বৈঠক করবেন।