মুঠোফোনের বিপদ আপদ
লাবনী সরকার
—————
আধুনিক যুগে বিজ্ঞান নব নব জিনিস আবিষ্কার করেছে ,তার মধ্যে চলভাষ অর্থাৎ মোবাইল ফোন বা মুঠোফোন অপরিহার্য উপাদান। যা প্রায় সকলের ছায়াসঙ্গী বললেই চলে। কিন্তু মোবাইল ফোনের কিছু কু- প্রভাব মানুষকে ক্ষতির পথে ঠেলে দিচ্ছে।
আধুনিক যুগের রঙিন মোবাইল ফোন নেশায় পরিণত হয়েছে। উন্নত সেলফি, মেগাপিক্সেলের ক্যামেরা ,সোশ্যাল মিডিয়ায় চলমান ট্রেনের সামনে সেলফি তুলতে গিয়ে নবপ্রজন্ম মৃত্যুবরণ করছে ।এছাড়া ভিডিও কল বা চলন্ত বাইক ব্লুটুথ হেডফোনে কথা বলতে বলতে অসাবধানতার কারণে মৃত্যুবরণ করেছে ,এই খবর প্রায়ই শোনা যায়। প্রয়োজনের যন্ত্র যদি মৃত্যুলীলা দেখতে তবে তা নিয়ে সচেতন হওয়াই উচিত ।মোবাইল ফোন অপরিহার্য কিন্তু জীবন দিয়ে নয়। এটাকে বর্জন না করলেও যথাসম্ভব ব্যবহার কমানো দরকার।আজ প্রতিটি মানুষের অবসর- বিনোদনের মাধ্যম হচ্ছে মোবাইল ফোন। গ্রীষ্মের দুপুর মনে করিয়ে দেয় কোনো এক সময় যা ভরে থাকত বাচ্চা কিশোরের বিভিন্ন খেলায় ও বিনোদনে। আজ তা ফাঁকা মাঠ, আমাদের স্বাস্থ্যহানির সঙ্গে শরীরের বিভিন্ন প্রভাব ফেলছে মোবাইল। আজকাল ছাত্রসমাজের ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ব্লু হোয়েল ,পাবজি নেশায় ও আসক্তিতে ভরা।
মোবাইল ফোনে ইলেকট্র- ম্যাগনেটীক রশ্মির প্রভাবে বিভিন্ন রোগে ভুগছে মানুষ । অস্ট্রেলিয়ার এক রিসার্চে জানা গেছে যে দশজন ব্যক্তির মধ্যে নয় জন ব্যক্তির মোবাইল ফোনের ব্যাটারি ডাই হলে এনক- সিয়াস রোগে ভোগে। এখন নোটিফিকেশনে কোন শব্দ এলেই আমরা দরকারি কাজ ছেড়ে চেক করতে লেগে যাই । আবার অনেকে 15 মিনিট অন্তর অন্তর মোবাইল ফোন চেক করেন।
এক রিপোর্টে জানা গেছে সোশ্যাল মিডিয়া আমাদের কম্পারিজন ভাবনা বাড়ায় আর সেল্ফ কনফিডেন্স কে কমিয়ে দেয়। সোশ্যাল মিডিয়া যে যত বেশি ব্যবহার করে সে তত একাকীত্বে ভোগে।বর্তমানে আমরা ফ্যামিলির সঙ্গে সময় কাটানোর চেয়ে মোবাইল ফোনের সঙ্গে সময় কাটাতে বেশি ভালোবাসি। এর ফলে গুরুজনেরা কিছু বললে খিটখিটে, বদমেজাজি হয়ে যাওয়া , মনের কথা না বলতে পারা এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ।আজকালকার দিনে দেখা যায় প্রায় মানুষের চোখে পাওয়ার যুক্ত চশমা। সাধারণ ফোনের তুলনায় অ্যান্ড্রয়েড ফোন ব্যাবহার করছে বলে ই- বর্জ্যের পরিমাণ বেড়ে যাচ্ছে পরিবেশে।
মোবাইল শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয়। বিভিন্ন ইন্টারনেট তথ্য আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে ঠিকই , কিন্তু এর কুপ্রভাবকে অস্বীকার করা যায় না। যুবসমাজ বিভিন্ন ব্যক্তিগত সম্পর্ক এবং নিজেদের চাহিদা পূরণে একে অপরের অশ্লীল ও একান্ত গোপন মুহূর্তের ছবি পাঠানোর জন্য ইন্টারনেট ব্যবহার করছে।আজকাল পাশাপাশি বসে গল্প করার থেকে দেশে-বিদেশে মানুষের সাথে আমরা ভাবনা আদান-প্রদান করতে ভালোবাসি। ইন্টারনেটের যুগে সত্যি কারের বন্ধু ,জীবনে দেখা মেলে না। কারণ আমরা পাশের লোকের সাথে , অ্যান্ড্রয়েডে অচেনা মানুষের সাথে কথা বলতে ভালোবাসি।
অ্যান্ড্রয়েড ফোন আমাদের জীবনের একটা অংশ । গোটা জীবন নয়। কম বয়সী ও শিশুদের অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফোনের কারণে নানা কু প্রভাবের খবর শোনা যায় । খবরে প্রকাশ ,
আমরা দিনে ৫ থেকে ৬ ঘন্টা মোবাইল ব্যবহার করি । এর ফলে কোন কাজ করতে না চাওয়া , অলসতা বদমেজাজি হয়ে যাওয়ার সমস্যা দেখা যায় । হোয়াটসঅ্যাপ ইউজে প্রথম স্থান ভারত। এখানে ৩৪০ মিলিয়ন আর ব্রাজিল 99 মিলিয়ন ব্যবহারকারী। আমাদের সমস্যা মোবাইল ফোন নয় মোবাইলের কারণে সৃষ্টি হওয়া সমস্যাই আমাদের সমস্যা । তাই প্রয়োজনের তুলনায় মোবাইল ফোনের ব্যবহার যাতে বেশি না হয় , সে বিষয়ে সচেতনতার একটা ছোট্ট পদক্ষেপ আমরা নিতেই পারি। এই ছোট্ট পদক্ষেপে যেন দেরি না হয়ে যায়!