আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

নদী ভাঙ্গনের পড় এবার কুমির আতঙ্ক পূর্বস্থলী ডাঙ্গাপাড়ায়

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মোল্লা মুয়াজ ইসলাম ( বর্ধমান ) :- পূর্ব বর্ধমানের পূর্বস্থলি ডাঙ্গাপাড়ায় নদী ভাঙ্গনে গোটা এলাকা আতঙ্ক গ্রস্ত | গোটা এলাকার চাষের জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে | বাপ্ দাদার কবরস্থান নদী গিলে খেতে আসছে | এর উপর গোদের উপর বিস্ফোরা কুমির আতঙ্ক | ভাগীরথী নদীর পূর্বস্থলি ডাঙ্গাপাড়ার ঘাটে হটাৎ কুমির দেখে মানুষ আতঙ্কিত হয়ে পরে | খুব সকালে মানুষ প্রয়োজনীয় কাজ সারতে গেলে কুমির দেখে স্থানীয় মসজিদে খবর দেয় |ওই মসজিদ থেকে ইমাম কুমিরের ব্যাপারে সতর্কতা ঘোষণা করেন | এই ঘাটে এলাকার মানুষ গোসল করে এবং প্রয়োজনীয় কাজ সাড়ে |

পূর্বস্থলি ভাগীরথী নদীতে এই কুমিরকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা যায় | স্থানীয় ডাঙ্গাপাড়া দোতালা মসজিদ থেকে স্থানীয় মানুষদের ঘাটে নামতে নিষেধ করা হয় | মসজিদের মাইকের সাহায্যে ভাগীরথীর চারপাশের মানুষ কে সতর্ক করা হয় | স্থানীয় মানুষের ক্ষোভ প্রশাসন বা বনদপ্তর জানা সত্ত্বেও কোনো ব্যবস্থা নিচ্ছেনা | স্থানীয় মানুষ মহাম্মদ হৃদয়তুল্লা, আব্দুর রহমান, সানি, সাবু এলাকার সমস্ত মানুষ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন অবিলম্বে কুমিরের ব্যবস্থা করা হোক না হলে বড় দুর্ঘটনার কারণ হতে পারে | কোনো মানুষ নদীর ধার দিতে যেতে ভয় খাচ্ছে |

See also  উন্নয়ন কাজে বরাদ্দ অর্থ খরচে পিছনের সারিতে থাকা পূর্ব বর্ধমানে  ১৫ গ্রাম পঞ্চায়েতকে লাল তালিকা ভুক্ত করলো প্রশাসন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি