কৃষ্ণ সাহা ( পূর্ব বর্ধমান ) :- পূর্ব বর্ধমান জেলার হেল্প সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এক শিশুর জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হলো পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত পলেমপুরে। রক্তদান জীবন দান, এই কথাকে সামনে রেখে আজ রিঙ্গো নামক এক বছর দুয়েকের শিশুর জন্মদিন উপলক্ষে আজকের এই রক্তদান শিবিরের আয়োজন।
বর্তমান যুগে যেখানে মানুষ পরিবারের সন্তান এর জন্মদিন উপলক্ষে পার্টি অ্যারেঞ্জ করে, আত্মীয় পরিজনকে নিয়ন্ত্রণ করে, সেই জায়গায় দাঁড়িয়ে ছেলের জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন শিশুটির পরিবারের লোকজন। আজকের এই রক্তদান শিবিরের স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি পরিবেশ সচেতনতায় কথা মাথায় রেখে গাছের চারা বিতরণ করা হলো।
এদিন প্রায় 70 জন মানুষ স্বেচ্ছায় রক্ত দান করেন। আজকের সংগৃহীত রক্ত তুলে দেওয়া হবে কেমরি ব্লাড ব্যাংক এবং অন্য ব্লাড ব্যাংকের হাতে। এই রক্তদান শিবিরে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত প্রাক্তন অধ্যাপক সুমন জানা বলেন, রক্ত হলো একমাত্র সত্য যার মধ্য দিয়ে প্রমাণিত হয় জাতপাত ধর্ম বর্ণ বলে কিছু নেই মানুষ সবাই এক।
আজকের এই রক্তদান শিবির উপস্থিত ছিলেন খণ্ডঘোষ থানার ওসি পুষ্পেন্দু জানা, জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম ও বিশ্বনাথ রায়, জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা ।