১। উত্তরাখণ্ড দুর্যোগে মৃত বেড়ে ৬৪: উত্তরাখণ্ডে দুর্যোগে অন্তত ৯ জন ট্রেকারের মৃত্যু, ৫ জনই পশ্চিমবঙ্গের বলে সন্দেহ। মোট মৃত বেড়ে ৬৪, ক্ষতিগ্রস্ত এলাকা আকাশপথে পরিদর্শন অমিত শাহের
২। টিকাকরণে ভারতের বিশ্বরেকর্ড: টিকাকরণে বিশ্বরেকর্ড ভারতের, মাত্র ২৮১ দিনে ১০০ কোটি ভ্যাকসিনের গণ্ডি পেরল দেশ। মাইলফলক ছোঁয়ায় অভিনন্দনবার্তা নানা দেশের। লালকেল্লায় ১৪০০ কেজি ওজনের পতাকা। ১০০ ঐতিহ্যশালী সৌধকে তেরঙ্গায় রাঙাল পুরাতত্ত্ব বিভাগ
৩।বৃষ্টি থেকে রেহাইএকটানা বৃষ্টি থেকে রেহাই, দার্জিলিংয়ে আবহাওয়ার উন্নতি, কিছুটা কমল তিস্তার জলস্তর। জয়গাঁয় ভয়াল তোর্সায় তলিয়ে যাওয়া একই পরিবারের দুই শিশুর দেহ মিলল
৪।শিল্পকর্তা ও গাড়িচালক খুনের দায়ে ধৃত: লুটপাটের উদ্দেশে খুন? গড়িয়াহাটে শিল্পকর্তা ও গাড়িচালক খুনে ধৃত মিঠুর ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। রহস্যের সমাধান হয়ে গেছে দাবি পুলিশ কমিশনারের।
৫।কৃষক আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্টের রায়: কৃষকদের প্রতিবাদের অধিকার আছে, কিন্তু রাস্তা বন্ধ করে নয়। শাহিনবাগ মনে করিয়ে কৃষক আন্দোলন নিয়ে রায় সুপ্রিম কোর্টের, পরবর্তী শুনানি ৭ ডিসেম্বর
৬।নজরে আরিয়ান-মামলা: আরিয়ানের ‘অ্যানি’ই কি অনন্যা পাণ্ডে? এনসিবি দপ্তরে জিজ্ঞাসাবাদ। আরিয়ানকে বাড়ি থেকে খাবার পাঠাতে চেয়ে জেল কর্তৃপক্ষকে অনুরোধ শাহরুখের। দেখা হলো বাবা-ছেলের
৭। শিশু কন্যা খুনের রহস্য : একবালপুরে একদিনের শিশু কন্যা খুনে পুলিশ হেফাজত মায়ের। নিজে সপ্তম কন্যা সন্তান, জানতেন মেয়ে হয়ে জন্মানোর যন্ত্রনা, তাই চাননি তাঁর নিজের কন্যা সন্তান হোক দাবি মায়ের
৮। কেন্দ্রীয় সরকারি কর্মীদের বাড়ল ডিএ: দীপাবলির আগে সুখবর, ৩ শতাংশ ডিএ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের। সুবিধা পাবেন অবসরপ্রাপ্তরাও
৯। রবিবারই উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী: দুর্যোগে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে রবিবারই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। পাহাড় থেকে ফিরেই সাগরতটে মমতা, ২৮ অক্টোবর যাচ্ছেন গোয়া
১০।রাজ্যে রঙের কারখানা গড়বে আদিত্য বিড়লা গোষ্ঠী:
হাজার কোটি বিনিয়োগ, রাজ্যে রঙের কারখানা গড়বে আদিত্য বিড়লা গোষ্ঠী, হবে কর্মসংস্থান
আজকের দিন:
আজকের দিনটি নিয়ে দুটো তথ্য শেয়ার করি। প্রথমটি প্রয়াণ সংক্রান্ত। ১৯৫৪ সালে আজকের দিনে জীবনানন্দ দাশ প্রয়াত হন। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে ‘ঝরা পালক’, ‘বনলতা সেন’ উল্লেখযোগ্য।
দ্বিতীয় ইনফোটি মহাকাশযান সংক্রান্ত। ২০০৮ সালে আজকের দিনে ইসরো-র তৈরি প্রথম মহাকাশযান ‘চন্দ্রযান-১’ চাঁদে পাঠানো হয়৷ মনুষ্যবিহীন এই যানটি ১৪ নভেম্বর সফল ভাবে চাঁদে পৌঁছায়৷
শেয়ার মার্কেটের খবর:
গতকাল সেনসেক্স ৩৩৬.৪৬ পয়েন্ট পড়ে ৬০৯২৩.৫০ পয়েন্টে বন্ধ হয়েছে। nifty 50 বন্ধ হয়েছে ১৮১৭৮.১০ পয়েন্টে।
আবহাওয়ার খবর:
জেনে নেওয়া যাক ওয়েদার কেমন থাকবে। বৃহস্পতিবার কলকাতার সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আজ শুক্রবারও সর্বাধিক তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশপাশে থাকতে পারে। আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজকের উদ্ধৃতি:
আমরা ভিতরে যা বাইরে ঠিক তাই দেখি, কেননা জগৎটি আমাদের আয়নার মতো। কথাটি বলেছেন- স্বামী বিবেকানন্দ।