আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কোজাগরী লক্ষ্মীকে স্মরণ করে প্রকাশিত হয়ে আসছে হাতে লেখা সাহিত্য পত্রিকা

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান ) :- স্মার্ট ফোনের যুগে যাবতীয় লেখালেখিতেও লেগেছে ডিজিটালইজেশনের ছোঁয়া । তবুও সেই পথে না গিয়ে প্রতি কোজাগরী লক্ষ্মী পূর্ণীমায় প্রকাশিত হয়ে আসছে হাতে লেখা সাহিত্য পত্রিকা । তাও আবার এক আধ বছর ধরে নয় । সেই সুদূর ১৯৪৭ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে ব্যতিক্রমী ‘প্রভাত সাহিত্য পত্রিকা’ । পূর্ব বর্ধমানের রায়না থানার অখ্যাত আনগুনা গ্রামের এমন বিখ্যাত সাহিত্য চর্চার খ্যাতি ইতিমধ্যেই জেলা ছাড়িয়ে রাজ্যের সাহিত্যিক মহলেও সাড়া ফেলেদিয়েছে ।

আনগুনা গ্রামের ’প্রভাত স্মৃতি সংঘের’ সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রকাশিত হয়ে আসছে এই সাহিত্য পত্রিকা । নামি দামি প্রকাশনা সংস্থা প্রতিবছর ঝাঁ চকচকে শারদ সংখ্যার প্রকাশ করে পাঠকদের নজর কাড়ে । কিন্তু আনগুনা গ্রামের হাতে লেখা সাহিত্য পত্রিকার কদর আজও নিজ গুনেই অটুট রয়েছে । বছর যত গড়াচ্ছে ততই বাংলা সাহিত্য দুনিয়ায় বেড়ে চলেছে “প্রভাত সাহিত্য পত্রিকার” পরিচিতি ও খ্যাতি ।

কেমন এই সাহিত্য পত্রিকা যানিয়ে সাহিত্যিক মহলে এত হইচই । উদোগতারা জানিয়েছেন, আট ইঞ্চি বাই বরো ইঞ্চি মাপের প্রভাত সাহিত্য পত্রিকার পৃষ্ঠা সংখ্যা থাকে দু’শোরও বেশি । তাতে থাকে রং বেরং এর অাঁকিবুকি । নামজাদা কবি ও সাহিত্যিক থেকে শুরকরে একেবারে নবাগতদের হাতেলেখা কবিতা ও গল্পগুচ্ছ স্থান পায় এই সাহিত্য পত্রিকায় । পত্রিকা প্রকাশনার সঙ্গে যুক্ত আনগুনা গ্রামের বাসিন্দারা জানালেন ,১৯৪৭ সালে আনগুনা গ্রামের কয়েকজন সাহিত্যপ্রেমী মানুষ প্রথম এই সাহিত্য পত্রিকা প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন ।

তার পর থেকেই একই ধারায় চলে আসছে এই সাহিত্য পত্রিকার প্রকাশ । এই সাহিত্য পত্রিকাই এখন আনগুনা গ্রামের ঐতিহ্যের অন্যতম ধারক ও বাহক হয়ে উঠেছে । গ্রামবাসীরা জানালেন ,প্রতি বছর কোজাগরী লক্ষ্মী পুজোর দিন সন্ধ্যায় গ্রামের মন্দিরে লক্ষ্মীদেবীকে সাক্ষী রেখে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয় ’শারদীয়া প্রভাত সাহিত্য পত্রিকা’।বুধবার লক্ষীপুজোর দিন সন্ধ্যায় প্রকাশিত হল হাতে লেখা ’প্রভাত সাহিত্য পত্রিকার’ নতুন সংখ্যা। এলাকার বিধায়ক অলোক মাঝি সহ বিশিষ্ট জন্য এদিন এই সাহিত্য পত্রিকার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকেন ।

See also  রায়নায় পঞ্চায়েত সমিতি অফিস থেকে উদ্ধার পূর্ত কর্মাধ্যক্ষের ঝুলন্ত মৃত দেহ।খুন না আত্মহত্যা তা নিয়ে ধন্দে পরিবার

রাজ্যের শষ্যগোলা বলে পরিচিত পূর্ব বর্ধমানের রায়নার প্রত্যন্ত গ্রাম আনগুনা ।কৃষি সম্বৃদ্ধ এই গ্রামের বাসিন্দাদের আরাধ্য দেবী হলেন লক্ষ্মী । কোজাগরী পূর্ণিমায় এই গ্রামের প্রতিটি বাড়িতে পূজিতা হন লক্ষ্মী দেবী। গ্রামের মূল মন্দিরেও লক্ষ্মীদেবীর পুজোর আয়োজন করা হয় । কর্মসূত্রে বছরের অন্য দিনগুলিতে এই গ্রামের অনেককেই বাইরে কাটাতে হয় ।তবে সারা বছর যে যেখানেই কাটান না কেন লক্ষ্মী পুজোর আগে সবাই ফিরে আসেন গ্রামে । তারা সবাই মাতোয়ারা হন ধনদেবীর আরাধনায় । লক্ষ্মীদেবীকে সাক্ষী রেখে প্রকাশিত হওয়া ’প্রভাত সাহিত্য পত্রিকা’ আনগুনা গ্রামের ঐতিহ্যকে সুদূর প্রসারি করে তুলেছে ।

পত্রিকা প্রকাশনার সঙ্গে যুক্ত আনগুনা গ্রাম নিবাসী অমিত রায় জানিয়েছেন , কাজী নজরুল ইসলাম , কালীদাস রায় , সুনীল গঙ্গোপাধ্যায় , সত্য বন্দ্যোপাধ্যায় ,নবনিতা দেবসেন , সত্যজিৎ রায় প্রমুখ খ্যাতনামা লেখক ও সাহিত্যিকদের লেখনিতে সম্বৃদ্ধ হয়েছে প্রভাত সাহিত্য পত্রিকা । আগে এই সকল লেখকদের নিজের হাতে লেখা পাণ্ডুলিপিও প্রকাশিত হয়েছে এই সাহিত্য পত্রিকায় । অমিতবাবু আরও জানান ,শুধু বিখ্যাত কবি ও সাহিত্যিকদের লেখাই এই পত্রিকায় প্রকাশিত হয় এমনটা নয় । আনগুনা সহ আসপাশের গ্রামের সাহিত্য প্রেমী তরুণ তরুণীদের লেখা কবিতা , গল্প সবই গুরুত্ব দিয়ে তাঁদের সাহিত্য পত্রিকায় প্রকাশ করা হয়ে আসছে ।

লক্ষ্মী পুজোর অনেক আগে থেকেই শুরু হয় প্রভাত সাহিত্য পত্রিকা প্রকাশনার কাজ । উদ্যোগতারা জানালেন ,লেখক ও সাহিত্যিকরা যে যে লেখা পাঠান তা কোন ছাপাখানায় পাঠান হয়না ।কম্পিটারে টাইপ করেও লেখা হয় না । পত্রিকা প্রকাশনার দায়িত্বে থাকা সদস্যরা নির্দিষ্ট মাপে কাটা আর্ট পেপারের উপর তা লেখেন । শুধু লেখাই নয় শিল্প নৈপুন্যতার মাধ্যমে ওই লেখনিকে আরো দৃষ্টি নন্দন করে তোলা হয় রং ও তুলির অাঁকি বুকিতে । সুদীর্ঘ কাল ধরে এই ভাবেই প্রকাশিত হয়ে আসা সাহিত্য পত্রিকা গুলি সজত্নে সাজানো রয়েছে ক্লাবের আলমারিতে ।যা অক্ষত রাখতে সারাটা বছরই তৎপরতা জারি রাখেন ক্লাব সদস্যরা ।

See also  আজকের ( ০৭-০১-২০২২ ) পূর্ব বর্ধমানের করোনা আপডেট

অক্লান্ত পরিশ্রম করে এবছরের পত্রিকা প্রকাশনার কাজ সম্পূর্ণ করেছেন আনগুনা গ্রামের এক ঝাঁক তরুণ তরুণী । এই গ্রামের উজ্জ্বল বারিক , সুশ্মিতা হাজরা , সৌভিক নায়েক প্রমুখরা জানালেন , ডিজিটাল প্রিন্টিংয়ের হাতধরে মুদ্রণ শিল্পে যতই উন্নতি ঘটুক না কেন তাদের হাতে লেখা সাহিত্য পত্রিকার আভিজাত্যটাই আলাদা । সুস্মিতা হাজরার বক্তব্য প্রভাত সাহিত্য পত্রিকা বাংলার সনাতন সাহিত্য চর্চার ভাবনাকে সমাদৃত করে রেখেছে। মুদ্রণ শিল্পে ডিজিটালইজেশনের ছোঁয়া যাই লাগুক না কেন তাঁদের হাতে লেখা প্রভাত সাহিত্য পত্রিকা বাংলা সাহিত্য প্রেমিদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েই আছে।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি