আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মহাষ্টমীর রাতে পৃথক বাইক দুর্ঘটনায় মৃত্যু ১ যুবকের – জখম ৩।

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
প্রদীপ চট্টোপাধ্যায়  বর্ধমান ৭ অক্টোবর

মহাষ্টমীর দিন রাতে  পৃথক  মোটরবাইক  দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহী যুবকের । জখম হয়েছে দুটি বাইকের  আরো তিনজন ।   আরোহী ।  দুর্ঘটনাগুলি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার  কৃষ্ণচন্দ্রপুর  ও হরগোবিন্দপুর এলাকায় । পুলিশ সূত্রে জানাগেছে মৃত বাইক আরোহীর নাম ফিরোজ মল্লিক (২৬)।  তার বাড়ি  জামালপুরের  মাঠনসিপুর গ্রামে । একই রাতে  হরগোবিন্দপুর  এলাকায় ঘটেযাওয়া অপর  বাইক দুর্ঘটনাতেও দুজন জখম হয়  ।
পুলিশ  দুটি দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে  জানাগেছে ,রবিবার রাতে  নিজের গ্রামের দুই বন্ধু সান্তনু কিস্কু ও হাবিব মল্লিককে  সঙ্গে নিয়ে ফিরোজ মল্লিক ঠাকুর দেখতে বেরিয়েছিল । একটি বাইকে তিন বন্ধু চেপে প্রথম বর্ধমানের বড়শুলে ঠাকুর দেখতে যায় ।  রাতে সেখান থেকে তারা  বাড়ি ফারছিল । পথে জামালপুরের কৃষ্ণচন্দ্রপুর পুলের কাছে ঘটেযায় মর্মান্তিক দুর্ঘটনা । খবর পেয়ে জামালপুর থানার পুলিশ তিন জখম  বাইক আরোহীকে উদ্ধার করে  জামালপুর হাসপাতালে নিয়েযায় । শারীরিক অবস্থা সংকটজনক থাকায় রাতেই  ফিরোজকে স্থানান্তর করা হয়  বর্ধমান মেডিকেল  কলেজ ও হাসপাতালে । সেখানে সোমবার সকালে  মারাযায় ফিরোজ মল্লিক । এদিনই  বর্ধমান হাসপাতাল পুলিশ মর্গে  ফিরোজ মল্লিকের মৃতদের  ময়নাতদন্ত হয় ।

হরগোবিন্দপুরে হওয়া বাইক দুর্ঘটনায়  জখম  দুজনের চিকিৎসা হয়  জামালপুর হাসপাতালে । তারা আপাতত বিপদ মুক্ত বলে চিকিৎসকদের কথায় জানাগেছে । কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ ।

See also  মনে তৃপ্তি পান - তাই লাভ লোকসানের প্রত্যাশা না করে তিরিশ বছর ধরে দুর্গা মায়ের পুজোর জন্য পদ্ম ফুল চাষ করে যাচ্ছে বাবর

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি