গঙ্গার ভাঙন রোধে কালীনগর গ্রাম পঞ্চায়েত
গঙ্গার ভাঙন প্রতিরোধ করার জন্য রাজ্যের তথা জেলার নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় ভেটিভার ঘাস বসানো হচ্ছে তারই প্রতিচ্ছবি দেখা গেল আজ কালীনগর গ্রাম পঞ্চায়েতের নদীর পাড় রাঙামাটি এলাকায়।উলুবেড়িয়া ১নং পঞ্চায়েত সমিতি এবং কালীনগর গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে প্রায় ১ বিঘা পাড় জুড়ে ভেটিভার ঘাস লাগানোর কর্মসূচি নেওয়া হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত হয়ে ভেটিভার ঘাস লাগান কালীনগর গ্রাম পঞ্চায়েত প্রধান উওম মণ্ডল,কালিনগর গ্রাম পঞ্চায়েত সদস্য মইদুল ইসলাম,সেখ আজিজুল রহমান এবং কালীনগর অঞ্চলের সভাপতি সেলিম মোল্লা সহ অন্যান্য নেতৃত্ব।
কালীনগর অঞ্চলের সভাপতি সেলিম মোল্লা জানান চলতি বছরে ইয়াসের প্রভাবে কালীনগর অঞ্চলের নদীর পাড়ে ব্যাপক ক্ষতি হয়েছিল,নদীর পাড়ের ক্ষতি আটকাতেই এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে এর সাথে তিনি এও বলেন আগামী দিনে আরও দু কিলোমিটার জায়গা জুড়ে ভেটিভার ঘাস লাগানো হবে।