সাপের কামড়ে মৃত ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাদের হাতে চেক প্রদান করলেন খণ্ড ঘোষ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সত্যজিৎ কুমার এবং খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ।ছিলেন জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়,খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতি অসিত কুমার বাগদি ও শ্যামল কুমার দত্ত, খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান হারু সাঁতরা এবং শাকারি ২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাইফুদ্দিন চৌধুরী।
খণ্ডঘোষ সমষ্টি উন্নয়ন আধিকারিক সত্যজিৎ কুমার বলেন গত ৩১আগস্ট ২০২০ খণ্ডঘোষ পঞ্চায়েতের খণ্ডঘোষ গ্রামের সাপের কামড়ে মৃত্যু হয়েছিল সারথি ডাল নামে এক মহিলার এবং গত ৭ অক্টোবর
২০২০ সাপের কামড়ে মৃত্যু হয়েছিল শাকারি ২ পঞ্চায়েতের অন্তর্গত খোরকোল গ্রামের অমিত মাঝি নামে এক যুবকের।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনান এর উদ্যোগে ওই দুই মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে তাদের হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলো। খোরকোল বাসিন্দা মৃত অমিত মাঝির বাবা শ্যামাপদ মাঝির হাতে এক লক্ষ টাকার চেক এবং মৃত সারথি ডাল এর দিদি পারুল ডাল এর হাতে ১ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হল।
বিধায়ক নবীনচন্দ্র বাগ বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর একটাই বার্তা মানুষের পাশে এবং মানুষের সাথে থাকতে হবে। তাই ওনার নির্দেশে আমরা খণ্ডঘোষ ব্লকের সাপের কামড়ে মৃত ২ ব্যক্তির পরিবারের হাতে চেক তুলে দিলাম। যে কোন এলাকার মানুষদের সাপ কামড়ে দেওয়ার পর ওঝা বা কোন তান্ত্রিক এর কাছে না গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব নিকটবর্তী হাসপাতলে নিয়ে যান।