আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

লক্ষ্মী পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ভাতারে।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
 ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট

পূর্ব বর্ধমান – জেলার রামপুর গ্রামে গুপ্ত বাড়ির লক্ষ্মীপুজো হয় মহা ধুমধামে। প্রায় 70 বছর ধরে হয়ে আসছে এই লক্ষ্মীপূজা। কিন্তু বর্তমানে তা  সর্বজনীন রূপ নিয়েছে।গতকাল রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। প্রায় আট দশ গ্রামের মানুষ ভিড় জমিয়েছিলেন রামপুর গ্রামে ।

বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার d,s,p অরজিত পাল চৌধুরী ,ভাতার থানার ওসি প্রণব কুমার ব্যানার্জি, পূর্ব বর্ধমান জেলা সভাধিপতি শম্পা ধারা, জি বাংলা খ্যাতনামা শিল্পী অঙ্কিতা ভট্টাচার্য ও সৌম্য চক্রবর্তী।

প্রায় 6000 মানুষ বিভিন্ন গ্রাম থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে আসেন রামপুর গ্রামে। প্রশাসনের নজর ছিল চোখে পড়ার মতো ।রামপুর গ্রামের লক্ষ্মীপূজা যেন গ্রামের সর্বজনীন পূজায় পরিণত হয়েছে।  কচিকাঁচা দের নাচ গান ও জি বাংলার শিল্পীদের গানে ভরে ওঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ।এলাকার মানুষ এই অনুষ্ঠানে  গুপ্ত পরিবারের কে সাধুবাদ জানিয়েছেন।

জেলা সভাধিপতি শম্পা ধারা এই অনুষ্ঠানে এসে এলাকার মানুষদের কে বার্তা দিয়ে যান জল অপচয় বন্ধ করা ও প্লাস্টিক বর্জন করার।

গুপ্ত বাড়ির সদস্য বৈদ্যনাথ গুপ্ত জানান,আমরা দুই দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি, আজকে প্রথম দিন । আগামীকালও সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। প্রশাসন খুবই সাহায্য করে। আমাদের এই অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে হয় ,এলাকার মানুষ প্রচুর সাহায্য করে ।

 

See also  করোনার করাল থাবার ইতিহাসে এই প্রথম কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দির বন্ধ।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি