এবারে ভুয়ো সাংবাদিক ধরা পড়ল। শুক্রবার দুপুরে খড়গপুর শহরের গোলবাজার রামমন্দির এলাকা থেকে রাহুল দাস নামে এক ভুয়ো সাংবাদিককে গ্রেফতার করেছে খড়গপুর টাউন থানার পুলিশ। পাশাপাশি আটক করা হয়েছে একটি মোটরবাইক, একটি সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের বুম সহ লোগো ও অন্যান্য কিছু সামগ্ৰী। পুলিশ জানিয়েছে ধৃতের বাড়ি ঘাটাল থানার আড়গরা এলাকায়। এই সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদ মাধ্যম কর্তৃপক্ষের একটি অভিযোগের ভিত্তিতে ধৃতের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মামলা দায়ের করা হয়েছে।
ধৃতকে শনিবার আদালতে হাজির করা হবে। জানা গিয়েছে ধৃত যুবকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সম্পূর্ণ বেআইনিভাবে একটি সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের লোগো ও বুম ব্যবহার করে অনেকের কাছ থেকে চাকরি করে দেওয়ার নামে অর্থ সংগ্রহ করে বেরাতেন বলে অভিযোগ। তাছাড়া অনেককেই বেআইনিভাবে সংবাদ মাধ্যমের প্রভাব দেখিয়ে ভয় দেখানো থেকে শুরু করে আরও অনেক অসামাজিক কার্যকলাপ চালিয়ে গিয়েছেন।
শুধু তাই নয় ঘাটাল থেকে শুরু করে মেদিনীপুর ও খড়গপুর শহরে বহু মানুষের কাছ সঙ্গে আর্থিক প্রতারণা করেছেন বলে অভিযোগ। ঘটনার জেরে বিভিন্ন মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।