রায়না বিধানসভার অন্তর্গত পহলানপুর গ্রাম পঞ্চায়েতে এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হলো। করো না পরিস্থিতির কারণে যেভাবে দিকে দিকে রক্তের সংকট তৈরি হয়েছে তাতে রক্তাল্পতায় ভুক্তভোগী মানুষগুলার অবস্থা খুবই গুরুতর।
তাই আজকের এই রক্তদান শিবিরের আয়োজন। আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রায়না দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অনিশা যশ, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক পার্থসারথি রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক।
পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিন। জেলা পরিষদের সদস্য আলো বাগ, প্রাক্তন নির্বাহী সহায়ক , প্রাক্তন প্রধান , এছাড়াও রয়েছেন পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা, স্বাস্থ্য কর্মাদক্ষ থেকে শুরু করে আঞ্চলিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
আজকের সংগৃহীত রক্ত তুলে দেওয়া হবে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাংকের হাতে।আজ এই রক্তদান শিবির থেকে প্রায় 70 বোতল রক্ত সংগ্রহ করা হবে বলে জানালেন পহলামপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুব্রত কুমার সরকার।