আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বাড়িতে একা থাকা বধূকে বটিদিয়ে নৃশংস ভাবে কুপিয়ে পালাল দুস্কৃতিরা । বাটির আঘাতে শরীর থেকে আলাদা হয়েগেছে বধূর বাঁ হাতের তিনটি আঙুল ।

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায়  বর্ধমান 

১৯ অক্টোবর রাতের অন্ধকারে বাড়িতে একা থাকা বধূকে   ধারাল বটি দিয়ে  বেপরোয়া ভাবে কুপিয়ে  জখম করে পালাল দুস্কৃতিরা । শুক্রবার রাতে চাঞ্চল্যকর এই  ঘটনাটি ঘটেছে  পূর্ব বর্ধমানের  কাটোয়ার পলসোনা গ্রামে ।গুরুতর  জখম অবস্থায়  বছর ৩০ বয়সী বধূ বুল্টি ঘোষ  চিকিৎসাধীন রয়েছেন বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে । দুস্কৃতিদের বটির আঘাতে  বধূর বাঁ হাতের  তিনটি আঙুল  কটে পড়েগেছে । এছাড়াও দুস্কৃতিরা ক্ষতবিক্ষত করে দিয়েছে   বধূর মুখের অংশ । পরিবার সদস্যরা  মনেকরছেন ডাকাতিতে বাধাপেয়ে  দুস্কৃতিরা  বুল্টি ঘোষকে  বেপরোয়াভাবে  বটি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়েছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও দুস্কৃতিদের কেউ এখনও ধরা পড়েনি । তবে প্রকৃত কি কারণে এই হামলা তানিয়ে রহস্য তৈরি হয়েছে ।

 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে,পলশোনা গ্রামেই  বসবাস বধূর পরিবারের । পাশাপাশি বাড়িতে থাকেন  বধূর  শ্বশুর বাড়ির অপর সদস্যরা । পরিবার সদস্যরা পুলিশকে জানিয়েছেন, শুক্রবার রাত ১০ টা  বেজেযাবার পরেও বাড়ি ফেরেননি বুল্টি  ঘোষের স্বামী উৎপল  । বুল্টি ঘোষ  নিজের ঘরের বাতি নিভিয়ে ৮ বছর বয়সী সন্তানকে নিয়ে শুয়েছিলেন । স্বামী বাড়ি ফেরেননি বলে  বধূ তাঁর ঘরের দরজায় ছিটকিনি  নাদিয়ে ভেজিয়ে রেখেছিলেন । অভিযোগ ওই সময়ে তিন দুস্কৃতি  বধূর ঘরে ঢুকে বধুকে ধারাল বটি দিয়ে নৃশংস  কুপিয়ে পালায় । বটির আঘাতে বধূর মুখের বাঁদিকের অংশেও গভীর ক্ষত তৈরি হয়েছে । এছাড়াও  বধূর  বাঁ হাতের তিনটি আঙুল কেটে পড়েগেছে  ।  রক্তাত অবস্থায়  বধূ  আর্তনাদ শুরু করলে  পরিবারের অন্য  সদস্য ও স্থানীয়  মানুষজন তার ঘরে ছুটে যায় । ঘরে ঢুকে তারা দেখেন মেঝেতে রক্তাত অবস্থায় পড়ে রয়েছেন বধূ ।   তার পাশ থেকেই মেলে  রক্ত মাখা বটিটি ।   স্থানীয়রা  বধূকে উদ্ধার করে  রাতেই নিয়েযায়  কাটোয়া হাসপাতালে । শারীরিক অবস্থা সংকটজনক থাকায়  বধূকে ওই রাতেই  স্থানান্তর করা হয়  বর্ধমান মেডিকেল  কলেজ ও হাসপাতালে ।এই ঘটনার কথা উল্লেখ করে   বধূর জেঠা  নিমাইচন্দ্র ঘোষ   এদিন কাটোয়া থানায় অভিযোগ জানিয়েছেন  ।এদিকে  বধূর উপর নৃশংস  হামলায় ঘটনাঘিরে এলাকার বাসিন্দা মহলেও তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়েছে  । 


 বধূর উপর এমন নৃশংস হামলা চালানোর   কারণ কি থাকতে পারে  সেটাই  পুলিশ কর্তাদের ভাবিয়ে তুলেছে । প্রকৃতই কোন দুস্কৃতিদল  বধূর উপর হামলা চালিয়েছে নাকি ঘটনার নেপথ্যে অন্য কোন কারণ রয়েছে  সেই বিয়টি পুলিশ  খতিয়ে দেখছে  ।  জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব দাস জানিয়েছেন , পরিবারের  অভিযোগের ভিত্তিতে  মামলা রুজুকরে তদন্ত শুরু হয়েছে । অভিযুক্তদের খোঁজ চলছে । 

See also  গলসিতে দুষন রুখতে ট্রাক্টটর মিছিল করে রাইস মিলের গেটে বিক্ষোভ চাষিদের

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি