দুয়ারে সরকার মোট কাউন্টার – ১৬ টি ।। টেবিল – ২২ টি ।।
এই ১৬টি কাউন্টারেই লক্ষীর ভান্ডার, স্বাস্থ্যসাথী ফর্ম পাওয়া যাবে , রেজিস্ট্রেশন হবে ।।
কোন কাউন্টারে কি ধরনের পরিষেবা পাওয়া যাবে ।।
*কাউন্টার – ১ — রেশন ।।*
*কাউন্টার – ২ — স্বাস্থ্যসাথী ।।*
*কাউন্টার – ৩ — এস.সি., এস.টি., ও.বি.সি. ।।*
*কাউন্টার – ৪ — কৃষকবন্ধু ।।*
*কাউন্টার – ৫ — ব্যাঙ্ক এ্যাকাউন্ট ।।*
*কাউন্টার – ৬ — আঁধারকার্ড ।।*
*কাউন্টার – ৭ — জমি সংক্রান্ত ।।*
*কাউন্টার – ৮ — স্টুডেন্ট ক্রেডিট কার্ড ।।*
*কাউন্টার – ৯ — রূপশ্রী, কন্যাশ্রী, ঐক্যশ্রী ।।*
*কাউন্টার – ১০ — একশো (১০০) দিনের কাজ ।।*
*কাউন্টার – ১১ — মানবিক, বিধবাভাতা, বার্ধক্য ভাতা ।।*
*কাউন্টার – ১২ — ২৫ টাকার বই ।।*
*কাউন্টার – ১৩ — পাড়ায় সমাধান ।।*
*কাউন্টার – ১৪ — লক্ষীর ভান্ডার ।।*
*কাউন্টার – ১৫ — স্বয়ম্ভর গোষ্ঠী লোন ।।*
*কাউন্টার – ১৬ — স্বয়ম্ভর গোষ্ঠী প্রদর্শন ।।*
*লক্ষীর ভান্ডার কাউন্টারে প্রথম দিন ফর্ম দেবার টেবিল ৬টি ।। জমা নেওয়ার টেবিল ২টি ।। দুপুরের পর জমা নেওয়ার টেবিলে ভীড় হলে জমা নেওয়ার টেবিল ৪ টি হবে ।।*
*স্বাস্থ্যসাথী কাউন্টারে ফর্ম দেওয়ার টেবিল ৩ টি, জমা নেওয়ার টেবিল ১ টি ।।*
*কোনো ধরনের ফর্মই বাড়ি থেকে ফিলাপ করে আনবেননা ।।*
*শুধু লক্ষীর ভান্ডার কাউন্টারে ফর্ম নেওয়ার জন্য অযথা ভীড় করবেননা, লক্ষীর ভান্ডারের ফর্ম ও রেজিস্ট্রেশন সব কাউন্টারেই হবে ।।*
*সমস্ত সরকারী আধিকারিকদের সাথে সহযোগীতা করুন ।।*
*সরকারী আধিকারিকরাও মমতাদির কথা গাঁয়ের মানুষদের বুঝিয়ে বলুন ।।