আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দুয়ারে সরকার সম্পর্কে কিছু তথ্য

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

দুয়ারে সরকার মোট কাউন্টার – ১৬ টি ।। টেবিল – ২২ টি ।।

এই ১৬টি কাউন্টারেই লক্ষীর ভান্ডার, স্বাস্থ্যসাথী ফর্ম পাওয়া যাবে , রেজিস্ট্রেশন হবে ।।


কোন কাউন্টারে কি ধরনের পরিষেবা পাওয়া যাবে ।।

*কাউন্টার – ১ — রেশন ।।*

*কাউন্টার – ২ — স্বাস্থ্যসাথী ।।*

*কাউন্টার – ৩ — এস.সি., এস.টি., ও.বি.সি. ।।*

*কাউন্টার – ৪ — কৃষকবন্ধু ।।*

*কাউন্টার – ৫ — ব্যাঙ্ক এ্যাকাউন্ট ।।*

*কাউন্টার – ৬ — আঁধারকার্ড ।।*

*কাউন্টার – ৭ — জমি সংক্রান্ত ।।*

*কাউন্টার – ৮ — স্টুডেন্ট ক্রেডিট কার্ড ।।*

*কাউন্টার – ৯ — রূপশ্রী, কন্যাশ্রী, ঐক্যশ্রী ।।*

*কাউন্টার – ১০ — একশো (১০০) দিনের কাজ ।।*



*কাউন্টার – ১১ — মানবিক, বিধবাভাতা, বার্ধক্য ভাতা ।।*

*কাউন্টার – ১২ — ২৫ টাকার বই ।।*

*কাউন্টার – ১৩ — পাড়ায় সমাধান ।।*

*কাউন্টার – ১৪ — লক্ষীর ভান্ডার ।।*

*কাউন্টার – ১৫ — স্বয়ম্ভর গোষ্ঠী লোন ।।*

*কাউন্টার – ১৬ — স্বয়ম্ভর গোষ্ঠী প্রদর্শন ।।*


*লক্ষীর ভান্ডার কাউন্টারে প্রথম দিন ফর্ম দেবার টেবিল ৬টি ।। জমা নেওয়ার টেবিল ২টি ।। দুপুরের পর জমা নেওয়ার টেবিলে ভীড় হলে জমা নেওয়ার টেবিল ৪ টি হবে ।।*

*স্বাস্থ্যসাথী কাউন্টারে ফর্ম দেওয়ার টেবিল ৩ টি, জমা নেওয়ার টেবিল ১ টি ।।*

*কোনো ধরনের ফর্মই বাড়ি থেকে ফিলাপ করে আনবেননা ।।*


*শুধু লক্ষীর ভান্ডার কাউন্টারে ফর্ম নেওয়ার জন্য অযথা ভীড় করবেননা, লক্ষীর ভান্ডারের ফর্ম ও রেজিস্ট্রেশন সব কাউন্টারেই হবে ।।*

*সমস্ত সরকারী আধিকারিকদের সাথে সহযোগীতা করুন ।।*

*সরকারী আধিকারিকরাও মমতাদির কথা গাঁয়ের মানুষদের বুঝিয়ে বলুন ।।

See also  কোজাগরী লক্ষ্মীকে স্মরণ করে প্রকাশিত হয়ে আসছে হাতে লেখা সাহিত্য পত্রিকা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি