আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বর্ধমান মেডিক্যাল কলেজ সার্জারি বিভাগের হাউজ স্টাফ ছাত্রের রহস‍্য মৃত‍্যু

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বর্ধমান মেডিকেল কলেজের সার্জারি হাউজ স্টাফ ছাত্রের রহস্যমৃত্যু।তিনতলার ছাদ থেকে পড়েই তার মৃত্যু হয়েছে। তার নাম শেখ মোবারক হোসেন। বাড়ি নাদনঘাটে। তার বাবা শেখ হাফিজুল ইসলাম জানিয়েছেন; তাদের জানান হয়েছিল ছেলে সিরিয়াস অবস্থা।এসে দেখেন মৃত।তাদের সন্দেহ তাকে খুন করা হয়েছে। তার দেহে ছেচড়ে নেবার চিহ্ন দেখার দাবি পিতার।


এ মাসের ১৫ আগস্ট কাউন্সেলিং এর পর তার হাউসস্টাফ হিসেবে জয়েনের কথা।
তার বাবা জানান; তার সাথে একটি মেয়ের ছবি ফেসবুকে দেখেছেন। বিয়ে দিতে তার আপত্তি নেই ছেলেকে জানিয়েছিলেন।গত পরশু শেষ কথা হয়েছে। এই কান্ডে বাকহীন তারা।

মৃতের মামা জানিয়েছেন; কারো সাথে শত্রুতার খবর তাদের কাছে ছিল না।এক সহপাঠী গ্রামে খবর দেন।আজ এসে তারা এই দৃশ্য দেখে হতবাক।একটি মেয়ের সাথে দু বছর আগে সম্পর্ক হয়েছিল।পরে মোবারক বাড়িতে জানায় ওর সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে। তাদের দাবি এর তদন্ত হোক।

আত্মহত্যা নয়।ঘাড়ে আঘাতের চিহ্ন দেখেছেন তারা। এটা পরিকল্পিত খুন সন্দেহ তাদের।বুধবার মেডিক্যাল কলেজে আসেন ডি এস পি হেডকোয়ার্টার সৌভিক পাত্র ,বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী এদিন তারা এসে জায়গাটি পরিদর্শন করে ।এবং জায়গাটি ঘিরে রাখা হয় ।

See also  স্বাস্থ্যকর্মীদের কোভিড যোদ্ধা সম্বর্ধনা জ্ঞাপন এর পাশাপাশি বিজয়ার শুভেচ্ছা বিনিময়

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি