প্রতিনিধি-মীর ওজল(দক্ষিণ দামোদর) কৃষকসেতু বাংলা
পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদর এর ধান চাষিদের মাথায় হাত. গত দুদিন থেকে চেহারে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি এবং ঝড়ো বাতাস বইছে তাতে বড়োসড়ো ক্ষতির মুখে পড়েছেন শস্য গোলা দক্ষিণ দামোদর এর ধান চাষীরা. বৃষ্টি এবং বাতাসের জেরে জমির গাছ ধান শুয়ে গেছে জমিতে এবং এক হাটু করে জল দাঁড়িয়ে গেছে ধান জমিতে শুধু এই নয় যে ধান কাটা হচ্ছিল সেই ধান ও কাটা বন্ধ হয়ে গেছে এবং কাটা ধান কাটা অবস্থায় পড়ে রয়েছে জমিতে জলে ডুবে কাটা ধান কিভাবে সেই ধান উদ্ধার করে খামারে নিয়ে আসা হবে এই নিয়ে চিন্তায় পড়ে গেছেন চাষীরা এককথায় ধান চাষীদের মাথায় হাত!
ধান রোয়ার আগে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল ধান চাষীদের সঠিক সময়ে আকাশে বৃষ্টি এবং ডিভিসি জল না দেওয়ায় বেশ কিছুটা পিছিয়ে গেছিল ধান চাষ করা তখনো কিন্তু কিছুটা হলেও হতাশ হয়েছিলেন ধান চাষীরা চাষীদের মধ্যে চিন্তা ছিল যে হয়তো বৃষ্টি বা ডিভিসির জল না পাওয়া গেলে এ বছর ধান চাষ হবে না. বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে ধান চাষ করেছেন দক্ষিণ দামোদরের চাষীরা কিন্তু বারবার নিম্নচাপের জেরে ধানের বড় একটা অংশ ক্ষতির মুখে চলে যাচ্ছে চাষীরা জানান দেশের অর্থনৈতিক পরিকাঠামো এমনিতেই খারাপ অবস্থা তারপর যদি এ বছর ধানের ফলন বা ধান জমি থেকে ঘরে তুলে আনতে না পারি তাহলে বিশাল একটা সমস্যার সম্মুখীন হতে হবে আমরা বেশিরভাগ চাষিরা ঋণ করে চাষ করি ধানের ফলন না হলে বা ধান না উদ্ধার করতে পারলে দেনার দায়ে হয়তো আত্মঘাতী হতে হবে, তাই কবে আবহাওয়ার পরিবর্তন হবে আর কবে ধান সুহালে উদ্ধার করে খামারে আনতে পারব সেই নিয়ে এখন চিন্তায় মাথায় হাত পড়ে গেছে আমাদের চাষীদের!