সরকারি বা বেসরকারি প্রচার সত্বেও মানুষ এখনো মজে আছেন প্লাস্টিকেই।পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদর এলাকায় সেই চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়।প্লাস্টিক বর্জন বা প্লাস্টিক ব্যবহার না করার জন্য প্রচারের অন্ত নাই।সরকারি বা বেসরকারী বিভিন্ন ভাবে এই নিয়ে প্রচারের অন্ত নাই।তবু মানুষ যে এখনো সচেতন হচ্ছে না এটা তারই জলন্ত উদাহরণ। আসলে ফুলের দাম বেশী। সেই জায়গায় অল্প খরচে সহজেই মিলছে প্লাস্টিকের মালা।
krishna Saha
আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি