আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মানুষের আগে পৃথিবীতে গাছের জন্ম অভিনব ভাবে পল্লিমঙ্গল সমিতির বোনেরা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now


সেখ সামসুদ্দিন

সারা পৃথিবী জুড়েই নির্বিচারে চলছে সবুজ ধ্বংস। বিশ্ব উষ্ণায়নের ফলে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। বিপদ বাড়ছে প্রাণীজগতের। গাছ সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ানোর জন্য  গাছের ভাইফোঁটার আয়োজন করলো , পূর্ব বর্ধমানের মেমারি ১ ব্লকের পল্লিমঙ্গল সমিতির বোনেরা। ওই সংস্থার মহিলা সদস্যরা গাছকে চন্দনের ফোটা দিয়ে মন্ত্র বলেন, গাছের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা।  মানুষের আগে পৃথিবীতে গাছের জন্ম। গাছই মানুষকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে। তাই আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য সবুজায়ন জরুরি। মানুষকে সবুজ ধ্বংসের বিরুদ্ধে সচেতন করার উদ্দেশ্যেই এই উদ্যোগ বলে তিনি জানান। গাছে ফোটা দিয়ে এক দিদি বলেন, আমরা যেমন ভাইকে ফোঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করি ঠিক একইভাবে গাছের ভাইফোঁটা দিয়ে আমরা গাছের দীর্ঘায়ু কামনা করছি। কারণ গাছ বাঁচলে বাঁচবো আমরা।

See also  উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার ইচ্ছা পূরণ হয়নি তার, তাই নিজের বহুমূল্য আড়াই কাঠা জমি এলাকার শিশুদের শিক্ষার উদ্দেশ্যে দান করলেন সরকারকে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি