পূর্ব বর্ধমান জেলার ভাতারের মুরাতিপুরে ডি,ভি,সি কেলেনের ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারলো একটি ধান বোঝাই লরি।যার ফলে গুরুতর আহত হলেন গাড়ির চালক ও খালাসী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাতার থানার পুলিশ ।আহত ওই দুই ব্যক্তি কে উদ্ধার করে নিয়ে যায় ভাতার ব্লক হসপিটালে। চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বর্ধমানে স্থানান্তরিত করা হয়।
লরিটি মঙ্গলকোট থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল।লরিটি কে আটক করেছে পুলিশ।
ভাতারের মুরাতিপুরে কেলেনের ঐ ব্রিজে বারবার ঘটছে দুর্ঘটনা ।কারণ ব্রীজের রাস্তা দুই ভাগে বিভক্ত। স্থানীয়দের দাবি অবিলম্বে বৃষ্টি ভেঙে দিয়ে একটি ব্রিজ করুক পূর্ত দপ্তর।