আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বধূকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামী ও শ্বশুর বাড়ির বিরুদ্ধে ।

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায়  বর্ধমান ৩১ অক্টৌবর 

ভাইফোটার দিন বাবার বাড়ি যেতে চাওয়ায় বধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠলো স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজনের  বিরুদ্ধে ।   মৃতার নাম পূর্ণিমা দাস (২২)। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের  কেতুগ্রামে ।  ঘটনার পরে থেকেই  গা ঢাকা দিয়েছে  বধূর স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন । বৃহস্পতিবার কাটোয়া মহকুমা হাসপাতাল পুলিশ  মর্গে  বধূর মৃতদেহের ময়নাতদন্ত হয় । কেতুগ্রাম থানার পুলিশ বধূ মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে ।

 পুলিশ ও পরিবার সূত্রে জানাগেছে , বধূর শ্বশুর বাড়ি কেতুগ্রামে। মুর্শিদাবাদ জেলার  ভরতপুর থানার আলুগ্রামে বধূর বাবার বাড়ি ।তিন বছর আগে কেতুগ্রামের যুবক বিশ্বনাথ দাসের সঙ্গে বিয়ে হয় পূর্ণিমার । মৃতার দাদা সুজন দাস জানিয়েছেন , বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন তাঁর বোনের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো শুরু করে  । বাবার বাড়ি থেকে ২ লক্ষ টাকা  আনার জন্য তারা তাঁর বোন পূর্ণিমাকে  চাপ সৃষ্টি করছিল । সুজন জানায় ভাইফোটা উপলক্ষে তাঁর বোন বাবার বাড়ি আসতে চাইলে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন আসতে দেয়না । পূর্ণিমা প্রতিবাদ করলে জামাই অশান্তি করে । মৃতার বাবার বাড়ির সদস্যদের অভিযোগ ,বুধবার রাতে জামাই ও তার পরিবারের  অন্যারা মিলে  পূর্ণিমাকে  ঘরে ঢুকিয়ে গায়ে আগুন ধরিয়ে দিয়েছে । অগ্নিদগ্ধ অবস্থায় প্রতিবেশীরা পূর্ণিমাকে 
উদ্ধার করে  স্থানীয় হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার  ভোরে সেখানেই তার মৃত্যু হয়।


See also  লাফ দিয়ে করনা সংক্রমণ বাড়তেই, ভাতার পুলিশের কড়া নজরদারি ভাতার কৃষক বাজারে।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি