আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বর্ধমানে BJP-র বৈঠকে উত্তেজনা, দিলীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ, কারণ জানুন ?

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বর্ধমানে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁকে দেখে বিক্ষোভ দেখান জেলা যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট ইন্দ্রনীল গোস্বামীর অভিযোগ,

পূর্ব বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ তা তোলাবাজদের নিয়ে দল চালাচ্ছেন। দলের যারা প্রকৃত কার্যকর্তা তাদের সম্মান দেওয়া হয় না। সেই কারণে দলের ফলাফল খারাপ হয়েছে। তিনি নেতৃত্বকে বারবার এই কথা বলেছেন। কিন্তু, তাঁকে গুরুত্ব দেওয়া হয়নি।

ইন্দ্রনীল গোস্বামীর আরও অভিযোগ, দলের দুর্দিনে তিনি পাশে ছিলেন। অথচ তাঁকেই এখন কোনও বৈঠকে ডাকা হয় না। ভিডিওতে দেখা যায়, ইন্দ্রনীল গোস্বামীকে পার্টি অফিস থেকে বের করে দেওয়া হচ্ছে।

সেই সময় দিলীপ ঘোষ বলেন, উত্তেজনা ছড়ানোর জন্য ইন্দ্রনীল গোস্বামীর মতো লোকজন এইসব কাজ করে থাকে। দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা। তবে দিলীপবাবু আরও জানান, তাঁদের দলে কোনও গোলমাল নেই। দল ঐক্যবদ্ধ। এলাকায় যা অশান্তি হচ্ছে তা তৃণমূলের কারণে।

এই নিয়ে বিজেপির পূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদক এস আর ব্যানার্জি বলেন, ‘ইন্দ্রনীল গোস্বামীর আজকের বৈঠকে যোগ দেওয়ার কথা নয়।তাও  উনি এসেছিলেন। তাই তাঁকে আটকানো হয়েছে। তোলাবাজ বা ওই সম্পর্কিত যে সব মন্তব্য ইন্দ্রনীল করেছেন, তার কোনও ভিত্তি নেই।

See also  অটলবিহারী বাজপেয়ী ও আদবানিজী আশ্রয় না দিলে ২০০১ সালে তৃণমূল পার্টিটাই উঠে যেত - বললেন শুভেন্দু

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি