আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

করোনা পরিস্থিতিতে ইদুজ্জোহা কীভাবে পালিত হবে সেই নিয়ে আলোচনা সভা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা ( রায়না ) :- আসছে ধর্মপ্রাণ ইসলাম ধর্মাবলম্বী মানুষদের উৎসব ইদুজ্জোহা। করোনা পরিস্থিতিতে কীভাবে উৎসব পালিত হবে সেই নিয়ে আজ মাধবডিহি ব্লক অফিসে রায়না দু’নম্বর ব্লকের যত ইমাম সাহেব রয়েছেন তাদের সকলকে নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হলো। করোনা পরিস্থিতিতে ইদুজ্জোহা উপলক্ষে কিভাবে নামাজ পড়তে হবে, কতজন লোক থাকবে, এমনকি কি কি বিধি-নিষেধ পালন করতে হবে সেই নিয়েই আজকের বৈঠকে আলোচনা করা হয়।

ইমামদের পক্ষের যিনি সভাপতি তিনি প্রশাসনের নির্দেশিকার সঙ্গে সহমত পোষণ করেন। আজকের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিআই সি রজতকান্তি পাল, মধবডিহি থানার মেজ বাবু, পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিন, সহ সভাপতি আনসার আলী খাঁন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

করোনা পরিস্থিতির মধ্যেও যাতে সুষ্ঠুভাবে ইদুজ্জোহা পালিত হয় তারই নির্দেশিকা দেওয়া হল আজকের বৈঠকে। দূরত্ব বিধি মেনে প্রায় 50 জন মানুষ ঈদগাহে প্রবেশ করতে পারবেন, ব্যবহার করতে হবে মাস্ক এবং স্যানিটাইজার, এমনটাই জানানো হয়েছে আজকের বৈঠকে। শিশুদের এই সকল অনুষ্ঠান থেকে দূরে রাখতে হবে বলেও জানান রায়না দু নম্বর ব্লকের সহকারি সভাপতি আনসার আলী খাঁ।

See also  ৫০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ কলকাতা কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ডে।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি