আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

করোনায় আক্রান্ত স্বামীর মৃত্যু খবর পেয়ে মারা গেলেন স্ত্রী

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :- করোনা আক্রান্ত স্বামী মারা যাওয়ার খবর পেয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্ত্রী।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনা থানার অন্তর্গত নান্দাই গ্রাম পঞ্চায়েতের উত্তর শ্রীরামপুর গ্রামে। মৃতা হলেন অমল রায় (৭২) ও তাঁর স্ত্রী কাজল রায় (৬৫)।একই দিনে স্বামী ও স্ত্রীর এমন মৃত্যুর ঘটনায় স্তম্ভিত এলাকার বাসিন্দারা ।

মৃত দম্পতির ছেলে বিধান রায় এদিন বলেন, বেশ কিছুদিন ধরে তাঁর বাবা ও মা অসুস্থ ছিলেন ।সেই কারনে রবিবার বেলায় তিনি তাঁদের কালনা হাসপাতালে ’করোনা ’ পরীক্ষা করাতে নিয়ে যান। দুপুরে তাঁর বাবা অমল রায়ের রিপোর্ট পজিটিভ আসলেও মা কাজল রায়ের রিপোর্ট নেগেটিভ আসে। এরপর ওইদিন দুপুরেই বাবাকে কালনা হাসপাতালের কোভিড বিভাগে ভর্তি করে মাকে নিয়ে বাড়ি ফিরে আসেন বিধান বাবু ।

ওইদিন সন্ধ্যাতেই অমলবাবু মারা যান। সেই খবর বাড়িতে পৌছাতেই পরিবারের সবাই শোকাতুর হয়ে পড়েন । স্বামীর মৃত্যু সংবাদ পেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন কাজলদেবী । রাতে তাঁকে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কাজলদেবীকে মৃত ঘোষণা করেন । কোভিড প্রটোকল মেনে রাতে অমল রায়ের দেহ সৎকার করা হয়। অন্যদিকে সোমবার কাজল রায়ের মৃতদেহ ময়নাতদন্তের পর তাঁর নিকট আত্মীয়দের হাতে দেহ তুলে দেওয়া হয়।বিধান রায় জানান ,এদিনই স্থানীয় শ্মশানে সৎকার করা হয় তাঁর মা কাজলদেবীর মৃতদেহ ।

কালনা হাসপাতালের সুপার অরুপ রতন করন বলেন ,অমল রায়ের অক্সিজেন লেভেল
অনেক কমে গিয়েছিল । ওই ব্যক্তির অন্য শারীরিক সমসাও ছিল । আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় । চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় ।

See also  লটারি টিকিট বিক্রেতার গলার নলিকাটা দেহ উদ্ধারে চাঞ্চল্য আউশগ্রামে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি