আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির অভিনব প্রতিবাদ নব-নির্বাচিত বিধায়কের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।

ভোটে জেতার পর পেট্রোল-ডিজেলের দাম এর অভিনব কায়দায় প্রতিবাদ জানালেন ভাতারের বিধায়ক মান গোবিন্দ অধিকারী।পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে তাই তিনি আর গাড়িতে চাপবেন না, তিনি অন্য কেউ নয় ভাতারের সদ্য জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী মান গোবিন্দ অধিকারী।

আজ সকালে তিনি যখন দলীয় কার্যালয়ে আসছিলেন তখন সেরকমই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়।তিনি তার বাড়ি থেকে দলীয় কার্যালয়ে আসেন সাইকেল চড়ে।প্রশ্ন করতে তিনি জানান, কেন্দ্র সরকার দিনদিন পেট্রোল পণ্যের দাম যাচ্ছে তাতে করে আর চার চাকা বা দুচাকায় চাপা যাবেনা।

আমাদের মত মধ্যবিত্ত যারা আছেন তারা কি করবেন সাইকেলে চেপে ঘুরবেন।কেন্দ্র সরকারের এই পেট্রোল পণ্যের মূল্য বৃদ্ধি আমি তার প্রতিবাদ জানাই।সবমিলে বিধায়কের এই সাইকেল চড়ে দলীয় কার্যালয়ে আশা সাধারণ মানুষ অন্য নজরে দেখছেন।

সাধারণ গ্রামবাসী জানান আমাদের মান গোবিন্দ বাবু একদম সাদাসিধে লোক।তিনি মাটির মানুষ সকলের সঙ্গে এই ভাবে মেলামেশা করেন।আশা করছি আগামী দিনে উনি ভাতারের মানুষের সঙ্গে থাকবেন।

 

See also  সুন্দরবনে মৃত্যু ঘটলো একটি পূর্ণ বয়স্ক বাঘের

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি