সেখ সামসুদ্দিনঃ এবার সচেতনতার বার্তা নিয়ে পথে নামল বর্ধমান পৌরসভা।
করোনা দ্বিতীয় ঢেউয়ে গোটা দেশ বেসামাল।বাদ যায়নি এই রাজ্য। যেভাবে জেলা ও শহরে ছড়িয়ে পড়েছে, প্রতিদিনই হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে।
তাই পথ চলতি মানুষকে সচেতনতার বার্তা নিয়ে বুধবার সকালে বর্ধমান জেলা প্রশাসন ও পৌরসভা আধিকারিকরা পথে নামলো। প্রত্যেকদিন জেলায় যেভাবে করোনা আক্রান্ত বাড়ছে তাতে বিপদ একেবারে সম্মুখে। ইতিমধ্যেই পৌরসভা থেকে বার বার মাইকিং করে ব্যবসাদার ও পথচলতি মানুষজন সচেতন করার কাজ চলছে পৌর এলাকায়।
এদিন বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জনগেট, জি টি রোডে যে সমস্ত যানবাহন ও রিক্সা একসঙ্গে অনেকজন যাত্রি চাপিয়ে বহন করছে তাদের অনুরোধ করা হয় কম যাত্রী নিয়ে রিক্সা চালাতে। এমনকি শহরের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতেও ব্যাবসায়ীদের মাস্ক পরে ব্যবসা করতে বলা হয় ।
পৌরসভার আধিকারিক অমিত কুমার ঘোষ জানান, এরপরে আর সচেতন বার্তা নয় আইনগত কড়া ব্যবস্থা নিতে হবে, বুধবার থেকে শুরু হল এই কর্মসূচি, পৌরসভার সঙ্গে ছিলেন পুলিশ আধিকারিকরাও।