আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সচেতনতার বার্তা নিয়ে পথে নামল বর্ধমান পৌরসভা

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
সেখ সামসুদ্দিনঃ এবার সচেতনতার বার্তা নিয়ে পথে নামল বর্ধমান পৌরসভা।
করোনা দ্বিতীয় ঢেউয়ে গোটা দেশ বেসামাল।বাদ যায়নি এই রাজ্য। যেভাবে জেলা ও শহরে ছড়িয়ে পড়েছে, প্রতিদিনই হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে।
তাই পথ চলতি মানুষকে সচেতনতার বার্তা নিয়ে বুধবার সকালে বর্ধমান জেলা প্রশাসন ও পৌরসভা আধিকারিকরা পথে নামলো। প্রত‍্যেকদিন জেলায় যেভাবে করোনা আক্রান্ত বাড়ছে তাতে বিপদ একেবারে সম্মুখে। ইতিমধ্যেই পৌরসভা থেকে বার বার মাইকিং করে ব‍্যবসাদার ও পথচলতি মানুষজন সচেতন করার কাজ চলছে পৌর এলাকায়।
এদিন বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জনগেট, জি টি রোডে যে সমস্ত যানবাহন ও রিক্সা একসঙ্গে অনেকজন যাত্রি চাপিয়ে বহন করছে তাদের অনুরোধ করা হয় কম যাত্রী নিয়ে রিক্সা চালাতে। এমনকি শহরের ব‍্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতেও ব‍্যাবসায়ীদের মাস্ক পরে ব‍্যবসা করতে বলা হয় ।
পৌরসভার আধিকারিক অমিত কুমার ঘোষ জানান, এরপরে আর সচেতন বার্তা নয় আইনগত কড়া ব্যবস্থা নিতে হবে, বুধবার থেকে শুরু হল এই কর্মসূচি, পৌরসভার সঙ্গে ছিলেন পুলিশ আধিকারিকরাও।

 


See also  রাজবাড়ির নিয়ম কানুনকে বুড়ো আঙুল দেখিয়েরক্ষীকে ধাক্কা দিয়ে দাদাগিরি কালনা পুরসভার চেয়ারম্যানের

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি