বহুরূপী ভাইরাস
✍️ইন্দ্রাণী 🤗
না জানি কত যে রোগ সৃষ্টি করে ভাইরাস আমাদের জীবনে…
কত যে রোগের হয়নি তো শোক অকাল চক্রের এই মরণে…
সেই রক্ত কণার মাঝে জ্বলন্ত হয়ে ফুটেছে আগুন যে কত..
আজ তো ভাইরাস চক্রগুহে যে বাসা করে মেরেছে কত-শত…
সব ভাইরাস এই যে ভ্রান্ত হয় ঘটনাটা এমন তো নয়…
আজ বহুরূপী হয়ে কত জীবন যে করছে তারা নয়-ছয়…
ভাবি সেই ভাইরাস তো দেখতে হয় অদৃশ্য গোলার যে মতো…
মানুষরূপী হয় যে তারা করছে সমাজ কে তো ক্ষত-বিক্ষত…
সে নতুন রবি ওই কবে উঠবে সেই গোধূলির স্বপ্ন শেষে…
আজও তো মানুষ সমাজ কে নষ্ট করছে কত যে ছদ্মবেশে…
krishna Saha
আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি