আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আজ ভাতারের একটি বেসরকারি স্কুলে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিত

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now


পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের আলিনগর এ সোনার বাংলা শিশু নিকেতনে আজ বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল।প্রায় বারোটি ইভেন্টে 50 টি ছেলেমেয়ে অংশগ্রহণ করে এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা।

100 মিটার, দৌড় আলু, লেবু দৌড়, লং জাম, হাই জাম এই সমস্ত ইভেন্ট ছিল এই খেলায়।এই খেলায় যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে প্রত্যেকে পুরস্কৃত করা হয় স্কুলের পক্ষ থেকে।স্কুলের প্রধান শিক্ষক মনিরুল হক মন্ডল জানান,  পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ভূমিকা রয়েছে ছাত্র-ছাত্রীদের। তাই প্রতি বছরের ন্যায় এ বছরও বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি আমরা।

প্রায় 15 বছর ধরে এই প্রতিযোগিতা হয়ে আসছে আলিনগর স্টেডিয়ামে।স্কুলের ছাত্রী আসমা উল হুসনা জানান,  আমাদের এই বাৎসরিক প্রতিযোগিতায় আমরা খুব আনন্দ করি ।সারা বছর পড়াশোনার পর, বছর শেষে অপেক্ষা করে থাকি কবে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হবে।
See also  এক ঝলকে দেখে নিন পূর্ব বর্ধমানের করোনা আক্রান্তের সংখ্যা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি