আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মকর সংক্রান্তির টুসু পরবে মাতল বাঁকুড়া

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সৈয়দ মফিজুল ( বাঁকুড়া ) :- পৌষের মকর সংক্রান্তিতে টুসু পরবে মাতল রাঢ়বাংলা।মূলত বাঁকুড়া, পুরুলিয়া এবং বর্ধমান জেলায় এই উৎসবের আয়োজন বেশি দেখ যায়। টুসু উৎসবের মূল আকর্ষণ পৌষ সংক্রান্তির আগের শেষ ৪ দিন। এই দিনগুলি চাঁউড়ি, বাউড়ি, মকর এবং আখান নামে পরিচিত। চাঁউড়ির দিনটিতে বাড়ির মেয়েরা উঠোন গোবর এবং মাটি দিয়ে নিকিয়ে সেখানে চালের গুড়ি তৈরি করে থাকেন। বাউড়ির দিন ওই চালের গুড়ি দিয়ে ত্রিকোণাকৃতি এবং অর্ধচন্দ্রাকৃতি পিঠে তৈরি করা হয়। বাউড়ির রাতে গ্রামের কুমারী মেয়েরা ছাড়াও গৃহবধূরা টুসু গানে অংশ নেয়। পরের দিন মকর। মকর অর্থাৎ পৌষ সংক্রান্তির ভোরে মেয়েরা শোলা বাঁশের কঞ্চি এবং কাগজ দিয়ে তৈরি চৌদল বা ভেলায় ওই টুসু দেবীকে বসিয়ে গান গাইতে গাইতে স্থানীয় পুকুর বা নদীতে নিয়ে গিয়ে ভাসিয়ে দেয়।


রাঢ়বাংলার আঞ্চলিক পরবগুলির মধ্যে টুসু পরব সবথেকে জনপ্রিয়। মূলত তপশিলি সম্প্রদায়ের মধ্যে এই পরব পালন করতে দেখা যায়। তবে পৌষের হাড় কাঁপানো শীতে মকর সংক্রান্তির পিঠে পরবে মেতে ওঠেন আপামর বাঙালি। বুধবার মকরের আগের দিন বিষ্ণুপুর শহরের বিভিন্ন জায়গায় ওই টুসু ভেলা বা চৌদোল বিক্রি করতে হাজির হয়েছিলেন অনেকে। ভেলার সাইজ অনুযায়ী দাম। ১৫০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত দামে ভেলা বিক্রি হয়েছে। বিক্রেতার জানালেন, অন্যান্য বছরের থেকে এবার ভেলার চাহিদা বেড়েছে।

See also  লক্ষীরতন শুক্লা পদত্যাগ করায় দিদিমণি ভয় পেয়ে গিয়েছেন -দিলীপ ঘোষ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি