আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

১০০ দিনের কাজ ও সজলধারা পরিষেবা চালুর দাবিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখালো বামেরা

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :- নেই একশো দিনের কাজ ।বন্ধ করেদেওয়া হয়েছে সজলধারা প্রকল্পে পানীয় জল পরিষেবা ।এমনই অভিযোগ এনে সোমবার তৃণমূল পরিচালিত বর্ধমান ২ ব্লকের নবস্তা ১ পঞ্চায়েত অফিস ঘোরাও করে বিক্ষোভ দেখালো সিপিআইএম কর্মী ও সমর্থকরা । তারা প্রায় দেড় ঘন্টা কালনা-বর্ধমান সড়ক পথও অবরোধ করে রাখেন ।পরে পঞ্চায়েত প্রধান সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভ অবরোধ তুলেনেন আন্দোলনকারীরা


নবস্তা ১ পঞ্চায়েতে বিক্ষোভ ডেপুটেশনে এদিন নেতৃত্বদেন বর্ধমান ২ ব্লকের সিপিআইএম এরিয়া কমিটির সদস্যরা । বিক্ষোভ ডেপুটেশনে নবস্তা ১ পঞ্চায়েতের আউশা গ্রামের প্রায় চার শতাধীক জবকার্ড শ্রমিক ও সাধারণ মানুষজনও অংশ নিয়েছিলেন। এলাকার সিপিআইএম নেতা কল্যান হাজরা , রকি আলম প্রমুখরা বলেন ,
উদ্দেশ্য প্রণোদিত ভাবে বছরের পর বছর ধরে আউশা গ্রামের চার শতাধীক জবকার্ড শ্রমিকে
১০০ দিনের কাজ থেকে বঞ্চিত করে রাখা হয়েছে । ৪-ক ফর্ম ফিলাপ করে কাজের জন্য আবেদন করলেও কাজ মিলছে না । শুধু তাই নয়, আউশা গ্রামে সজলধারা প্রকল্পে পানীয় জল পরিষেবা পাওয়াও বন্ধ করে দেওয়া হয়েছে । বিক্ষোভ ডেপুটেশনে আংশ নেওয়া অপর সিপিআইএম নেতা উত্তম কোনার বলেন,২০০৮ সালে আউশা গ্রামে সজলধারা প্রকল্পে পানীয় জল পরিষেবা চালু করা হয়েছিল। চার বছর হয়েগেল সজলধারা প্রকল্পে সেই পানীয় জল পরিষেবা বন্ধ করেদেওয়া হয়েছে । তার কারণে পানীয় জলের সমস্যায় ভুগছেন আউশা গ্রামের বাসিন্দারা ।এছাড়াও সরকারী আবাস যোজনার ঘর বিলিতেও পঞ্চায়েত কোন নিয়ম নীতি মানছে না বলে সিপিআইএম নেতৃত্বের অভিযোগ। অবিলম্বে এইসব দাবি পূরণের জন্য সিপিআইএম নেতৃত্ব পঞ্চায়েতে ডেপুটেশন জমা দেন ।


সিপিআইএম নেতা কল্যান হাজরা বলেন ,
পঞ্চায়েত প্রধান সারদা হাজরা আশ্বাস দিয়েছেন জবকার্ড শ্রমিকরা আগামী ১৫ দিনের মধ্যে যাতে ১০০ দিনের কাজ পায় সেই বিষয়টি তিনি দেখবেন । সজলধারা প্রকল্পে পানীয় জল পরিষেবা ফের চালুর ব্যাপারে প্রশাসনের উচ্চ পদস্থ কর্তাদের সঙ্গে কথা বলবেন বলেও প্রধান আশ্বস্ত করেছেন । সিপিআইএম নেতা কল্যান হাজরা বলেন ,
পঞ্চায়েত কর্তৃপক্ষ কথা মতো কাজ না করলে এরপর তারা বৃহত্তর আন্দোলন শুরু করবেন ।

See also  অভিষেকের দেখানো পথে হেঁটে বজ্রপাতে মৃত নাবালিকার পরিবারের পাশে দাড়ালো জামালপুরের তৃণমূল নেতৃত্ব

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি