আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

হাইকোর্টের নির্দেশ মেনে বাজেয়াপ্ত করা ৪০ কেজি বাজি , নিস্ক্রিয় করলো সিআইডি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :- হাইকোর্টের নির্দেশ মেনে কালিপুজোর প্রক্কালে
অভিযান চালিয়ে উদ্ধার হওয়া বিপুল পরিমান বাজি নিস্ক্রিয় করলো সিআইডি।সোমবার দুপুরে পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলমাথা এলাকার দামোদরের ওই বাজি নিস্কৃয় করে সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা।

বাজি নিস্ক্রিয় করার সময়ে কোন দুর্ঘটনা ঘটলে দ্রুত যাতে ব্যবস্থা নেওয়া যায় তারজন্য দামোদরের চরেমোতায়েন থাকে দমকল বাহিনী ও স্বাস্থ্য দপ্তরের টিম ।পুলিশের দাবি বাজেয়াপ্ত করা ৪০ কেজি বাজি এদিন নিস্ক্রিয় করা হয়েছে ।

পুলিশ জানিয়েছে ,করোনা অতিমারির কারণে এবছর কালি পুজোর সময়ে বাজি ফাটানোয়
যাবেনা বলে হাইকোর্ট নির্দেশ নেয় । সেই নির্দেশ কার্যকর করতে জেলা জুড়ে বাজির কারবারী ডেরায় হানা দিয়ে পুলিশ বাজি বাজেয়াপ্ত করা শুরু করে । জামালপুর থানার পুলিশও বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৪০ কেজি বাজি বাজেয়াপ্ত করে । জামালপুর থানার ওসি অরুণ সোম জানিয়েছেন ,
বাজেয়াপ্ত সেই বাজি সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াডের সহায়তায় এদিন দামোদরের চরে নিস্ক্রিয় করা হয়েছে ।

See also  নারদ মামলায় সিবিআইয়ের হাতে রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের গ্রেপ্তারির প্রতিবাদে পুড়লো মোদি ও ধনখড়ের কুশপুতুল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি