আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভবন ভেঙেপড়া নিয়ে বর্ধমান স্টেশানে এসে রেলের বিশেষজ্ঞ দল ও তদন্তকমিটি তদন্ত সারলেন

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় ,বর্ধমান

বর্ধমান  জংশন স্টেশন ভবনের একাংশ  ভেঙে পড়ার কারণ খতিয়ে দেখতে সোমবার সন্ধ্যায় দুর্ঘটনাস্থলে পৌছান রেলের  বিশেষজ্ঞ কমিটি । একই দিনে বর্ধমানে এসে  স্টেশান ভবন ভেঙেপড়ার ঘটনার  তদন্ত সারলেন রেলের তিন সদস্যের তদন্তকারী দল । যার  নেতৃত্বে  ছিলেন  হাওড়া ডিভিশনের  সিনিয়র সেফটি  অফিসার তপন কুমার  মাইতি । কোনও প্রত্যক্ষদর্শীর  বয়ান  না মেলায় স্টেশনের  বিভিন্ন বিভাগের আধিকারিক ও কর্মীদের কাছ থেকে লিখিত বক্তব্য নিয়ে তদন্তকারী দল এদিন শুনানি শেষ করেন । 
          

বর্ধমান  স্টেশান ভবনের  মূল প্রবেশদ্বার ও তার সংলগ্ন অংশ ভেঙে পড়ার ঘটনার পর থেকেই চুড়ান্ত দুর্ভোগ পোয়াতে হচ্ছে যাত্রীদের।   সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিনে দুর্ভোগে কার্যত  নাকাল হন নিত্যযাত্রী  ও সাধারণ রেল যাত্রীরা । স্টেশানে যাবার তিনটি প্রবেশ দ্বারের  মধ্যে দুটি বন্ধ থাকায় এদিন একটি গেট  দিয়ে স্টেশানের প্ল্যাটফর্মে পৌছাতে  হয় যাত্রীদের । ভিড়  এড়াতে অনেকটা ঘুরে মালগুদামের সামনের রাস্তা দিয়ে অনেকে প্ল্যাটফর্মে পৌছান । ভিড় সামাল দেবার জন্য প্ল্যাটফর্মে  প্রচুর রেল পুলিশ মোতায়েন করা হয়েছিল । রেল পুলিশ  টিকিট কাউন্টার ও প্লাটফর্মে কাউকেই বেশি সময়  ধরে এদিন দাঁড়িয়ে থাকতে   দেন নি । রেল পুলিশের অতি সক্রিয়তার  জন্য যাত্রীদেরও  হয়রানির  মুখে পড়তে হয়।

এমন পরিস্থিতির মধ্যেই এদিন সন্ধ্যায়  বর্ধমান স্টেশানে পৌছান বিশেষজ্ঞ দল । স্টেশান ভবনের একাংশ ধ্বসে পড়ার কারণ অনুসন্ধানে আসা বিশেষজ্ঞ দল প্রথম  দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। ফিতে দিয়ে তারা মেপে দেখেন কতটা জায়গা জুড়ে ঝুল-বারান্দাটি রয়েছে । একই সঙ্গে  বিভিন্ন থামের উপরের দিকের অংশে  বেরিয়ে থাকা  ইটগুলির অবস্থাও তারা খতিয়ে দেখেন  । এরপর ঝুল বারান্দার নীচের  একটি জায়গায় গর্ত করে মাটির সহ্য-ক্ষমতা বোঝার চেষ্টা করেন বিশেষজ্ঞরা ।  পুনর্মিমানের জন্য  কতটা অংশ ভাঙা যেতে পারে তার ‘স্কেচ’ ও তারা  তৈরি করেন ।পরীক্ষা নিরীক্ষার বিষয়ে বিশেষজ্ঞ দলের  কেউ অবশ্য   সংবাদ মাধ্যমের কাছে কোনও মন্তব্য করতে চাননি । পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী জানান, রেলের তরফে ঘটনার   তদন্ত চলছে  ।পাশাপাশি  আইআইটির(খড়্গপুর) বিশেষজ্ঞদের সঙ্গেও আলোচনা হচ্ছে।

See also  "জয় বাংলা" প্রকল্পের ফর্ম সংগ্রহের কাজ চলছে পাঁইটা এক নম্বর গ্রাম পঞ্চায়েতে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি