আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

একই স্থানে দিনে কালীপুজো, রাতে জলসা, শতাধিক বছরের পরম্পরা মঙ্গলকোটে

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

আমিরুল ইসলাম ( মঙ্গলকোট ) :- পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের পুরাতন থানায় শতাধিক বছর ধরে হয়ে আসছে কালীপুজো। দিনে পূজা অনুষ্ঠিত হয় রাত্রে হয় মন্দিরের পাশে থাকা পীর বাবার মাজারে জলসা।এ এক মিলনক্ষেত্র। হিন্দু-মুসলিম সক একসাথে খিচুড়ি ভোগ খাওয়া-দাওয়া করেন পীর বাবা ও মায়ের মন্দির চত্বরে। এই সমস্ত কিছুর আয়োজন করেন মঙ্গলকোট থানা।



স্থানীয় সূত্রে খবর 2001 সালে মঙ্গলকোটের গ্রামের ভিতরে থাকা থানা নতুনহাটের হসপিটাল এর কাছে নিয়ে যাওয়া হয়। বিভিন্ন অসুবিধার জন্য। কিন্তু মন্দির রয়ে যায় পুরাতন থানা চত্বরে। একাধিকবার চেষ্টা করা হয় মন্দিরটিকে মঙ্গলকোট নতুন থানায় নিয়ে যাওয়ার ।কিন্তু সেই মন্দির পুরাতন থানা চত্বরে রয়ে গেছে।
প্রতি বছরের ন্যায় এ বছরও কালী পূজার প্রস্তুতি চলছে জোড় কদমে।



গ্রামের বাসিন্দা মোহাম্মদ কামরুল জামান জানান,আমরা প্রতিবছরই কালী পূজার দিনে পুরাতন থানা চত্বরে আসি। হিন্দু-মুসলিম সকলে একসাথে খিচুড়ি ভোগ খাই। আমাদের গ্রামে হিন্দু মুসলিমের একটি মিলন ক্ষেত্র হলো মঙ্গলকোটের পুরাতন থানা। কবে এই দিনটা আসবে আশায় থাকি। এবছর কোন অনুষ্ঠান হবে না করোনাভাইরাস এর জন্য, জানিয়েছেন মঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক মিথুন ঘোষ। স্বাভাবিকভাবে মন খারাপ।
জোর কদমে চলছে মায়ের পূজা ও পীর বাবার জলসার প্রস্তুতি মঙ্গলকোট থানার উদ্যোগে।

See also  ভাতারে বড়বেলুন ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে স্মারকলিপি ভারতীয় জনতা পার্টির।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি