মুরারইয়ের পর বর্ধমান হাওড়া কর্ড শাখায় মালগাড়ির বগি ফেলে ছুটলো ইঞ্জিন । চরম ভোগান্তি পোয়ালেন যাত্রীরা
Published :
Published :
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী জানিয়েছেন , এদিন ভোর ৫ টা ৫০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে । কাপলিং খুলে যাওয়ায় মালগাড়ির বগি ছেড়ে ইঞ্জিন এগিয়ে যায় । আপ প্ল্যাটফর্মে ট্রেন ঢোকানোর সমস্যা তৈরি হওয়ায় রিভার্স লাইনে ৩টি আপ লোকাল ট্রেন দাঁড় করাতে হয়েছিল । যাত্রীদের ওঠানামার সুবিধার জন্য ওখানে ৪-৫ মিনিট করে ট্রেন দাঁড় করানো হয়েছে ।এছাড়াও যাত্রীদের ওঠা নামার সময়ে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয় । পরে অন্য ডিজেল ইঞ্জিনের সাহায্যে সকাল ৯ টা ১০ মিনিট নাগাদ বগিগুলি ওই লাইন থেকে টেনেনিয়ে যাওয়া হলে সবকিছু স্বাভাবিক হয় ।আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি