কৃষ্ণ কুমার সাহা
প্রতি বছরই নিয়ম করে বসে মোরগ লড়ায়ের আসর। বিজয়ীদের জন্য থাকে নানান রকমের পুরস্কারের ব্যবস্থা। চল্লিশ বছরের বেশি সময় ধরে চলে আসছে এই মোরগ লড়ায়ের আসর। মোরগ লড়াই দেখতে ভিড় জমান স্থানীয় বহু উৎসাহী।
মকর সংক্রান্তি উপলক্ষে বর্ধমানে পালিত হচ্ছে ঘুড়ির মেলা, যা এই শহরের একটি ঐতিহ্য । বিগত কয়েক দশক ধরে প্রতি বছরের মতো এবছরেও ১লা মাঘ বর্ধমান শহর সংলগ্ন দামোদরের তীরে সদর ঘাটে বসেছে ঘুড়ির মেলা ।
কত বছর আগে এই মেলার প্রচলন হয় তা সঠিক ভাবে বলা সম্ভব নয় ।
মাঝখান্ডা যুব কমিটির উদ্যোগে এই ঘুড়ির মেলা তথা মাঘী উত্সব চলে । দামোদরের তীরে এক দিকে থাকে ঘুড়ি ওড়ানোর ব্যবস্থা, অন্যদিকে মাঠে জমে মেলার জমজমাট আসর । এই মেলা একদিকে যেমন ঘুড়ি ওড়ানোর রীতি টিকিয়ে রেখেছে, তেমনি এই মেলায় থাকে গ্রাম বাংলার খেটেখাওয়া মানুষের নিত্য ব্যবহারের কাস্তে-কুড়ুল, কুটীরশিল্পের বিভিন্ন যন্ত্রপাতি । সঙ্গে থাকে খাব্র ও খেলানার দোকান । হাজাএ জাহার মানুষের ভিড়ে তিল ধারণের জায়গা থাকে না । তাই ব্যবস্থা করা হয় পুলিশ পাহারার ।
নদীর বালু চরে পোলেমপুর মাঘ উত্সব কমিটির আয়োজিত ঘুড়ির মেলা ও মোরগ লড়াই । মুলত: এই মেলার বিশেষ আকর্ষণ ঘুড়ি ওড়ানো ও মোরগ লড়াই প্রতিযোগিতা । এই মোরগ লড়াইয়ে কোনো এন্ট্রি ফি লাগেনা, কার্যতঃএই প্রতিযোগিতায় মোরগ লড়াইয়ের সময় যে মোরগ আত্মসমর্থন করে বা পরাজিত হয় ওই মোরগটি জয়ীর হাতে তুলে দেন ।