কৃষ্ণ সাহা,বাঁকুড়া জেলার অন্তর্গত কালিসেন অফিসে অবস্থান বিক্ষোভ কর্মসুচি পালন করলেন অঞ্জন ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের শ্রমিকরা।অগ্নি মূল্য বাজার,দরিদ্র শ্রমিকদের প্রতিদিন দু’বেলা দু’মুঠো অন্নের সংস্থান করতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে।
কিন্তু একবারের জন্যেও পানীয় জলের সরবরাহ করার ক্ষেত্রে কোনো রকম গাফিলতি দেখাননি শ্রমিকরা। রাত জেগে জেগে পরিশ্রম করে সঠিক সময়ে নিয়ম করে পানীয় জল সরবরাহ করে গিয়েছেন। কিন্তু করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে শ্রমিকদের মাস্ক স্যানিটাইজার বিতরণের সরকারি নির্দেশ থাকলেও এজেন্সির পক্ষ থেকে তা দেওয়া হয়নি।
নিজেদের সুস্থ রাখতে নিজেরাই সাবধানতা অবলম্বন করেছেন শ্রমিকরা। তবুও রয়ে গেছে বেতন বৈষম্য। সাড়ে 5 হাজার থেকে সাড়ে 6 হাজার টাকা বেতন দেওয়া হচ্ছে তাদের। সেই কারণেই আজকের বিক্ষোভ কর্মসূচি তে সামিল হয়েছেন কর্মীরা। তাদের দাবি,দাবি, ১২০০০হাজার টাকা বেতন এবং ৮.৩৩ বোনাস সহ ৮ ঘণ্টা কাজ দিতে হবে শ্রমিকদের।প্রতি মাসে ৭ তারিখে মধ্যে বেতন দিতে হবে।
PHE ঠিকা শ্রমিকদের স্থায়ীকরণ করতে হবে। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা সম্পাদক সিরাজুল হক আর সভাপতি গুরূদাশ রজক।