আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ফেসবুকে আপত্তিকর পোস্ট ছড়িয়ে গ্রেপ্তার যুবক

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :- তৃণমূল কংগ্রেসের রাজ্য যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার হল এক যুবক । ধৃতের নাম চৌধুরি মণিরুল হক ওরফে শান্ত। পুর্ব বর্ধমানের রায়না থানার সেহারাবাজারের কোকারপাড় এলাকায় তার বাড়ি। রায়না থানার পুলিশ রবিবার রাতে রায়নার মোগলমারি বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।
মণিরুলের মোবাইল ফোনটি পুলিশ বাজেয়াপ্ত করেছে । ভারতীয় দণ্ডবিধির ৫০৪, ৫০৫(১)(বি) ও ৫০৫(২) ধারায় মামলা রুজু করে পুলিশ সোমবার ধৃতকে পেশ করে বর্ধমান আদালতে।সিজেএম রতন কুমার গুপ্তা ধৃতকে ১১অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।

পুলিশ জানিয়েছে,তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা রাজ্য যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করে মণিরুল ।অভিযোগ ফেসবুকে তৃণমূল কংগ্রেস দলের সম্পর্কেও কুরুচিকর পোস্ট করার পাশাপাশ সে রায়নার বিধায়ক নেপাল ঘোড়ুই ও ব্লকের সহ-সভাপতি সনৎ দে সম্পর্কে আপত্তিকর পোস্ট করেছে । পরে অবশ্য মণিরুল বিধায়ক ও ব্লক সহ-সভাপতির সম্পর্কে করা পোস্ট তুলে নেয়। এমন পোস্টের বিষয়টি নিয়ে রায়নার তৃণমূল কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভবিক্ষোভ ছড়ায় । ঘটনা বিষয়ে রায়নার তৃণমূল কর্মী প্রকাশ মণ্ডল রায়না থানায় অভিযোগ জানান । তার ভিত্তিতে মামলা রুজু করে তদন্তে নেমে পুলিশ চৌধুরী মণিরুলকে গ্রেপ্তার করে । রায়না ১ ব্লক তৃণমূল সভাপতি বামদেব মণ্ডল ধৃতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন

See also  খোদ মুখ্যমন্ত্রী গণপিটুনি নিয়ে সরব হয়েছেন। গণপিটুনি নিয়ে উত্তেজনা বর্ধমানে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি