আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

উন্নয়নের ছিঁটে ফোটাও জোটেনি ।পানীয় জল , বিদ্যুৎ ও রাস্তার দাবিতে বিডিওর সরনাপন্ন রায়নার বনগ্রামের বাসিন্দারা

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
প্রদীপ চট্টোপাধ্যায়  বর্ধমান ৩ ফেব্রুয়ারি
শহর এলাকার পাশাপাশি রাজ্যের গ্রাম গঞ্জের  উন্নয়ন ঘটাতে সরকারী  ভাবে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। তা সত্ত্বেও  অনুন্নয়নের অন্ধকারে ঢাকা পড়ে রয়েছে পূর্ব বর্ধমানের  রায়না ১ ব্লকের নতু পঞ্চায়েতের বনগ্রাম । বছরের পর বছর ধরে  বিদ্যুৎ ,পাকা রাস্তা ও পরিষুদ্ধ পানীয়  জলের পরিষেবা প্রাপ্তি থেকে বঞ্চিত রয়েগেছেন  এই গ্রামের বাসিন্দারা ।এমন  পরিস্থিতি  আর মেনেনিতে না পেরে উন্নয়নের  দাবিতে  সোমবার রায়না ১ ব্লকের  বিডিও দফতরে স্মারকলিপি প্রদান করলেন বনগ্রামের বাসিন্দারা। প্রশাসন গ্রামের উন্নয়নের ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলে  নামারও  হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা ।
গ্রামবাসী সেখ  পিন্টু ইসলাম বলেন,  বিগত ৩৪ বছর রাজ্যে  বাম সরকার  ক্ষমতায় থাকলেও বনগ্রামে কোন উন্নয়ন কাজ হয়নি।  মমতা বন্দ্যোপাধ্যায়  মুখ্যমন্ত্রী হবার পরথেকে রাজ্যের সর্বত্র  উন্নয়ন কর্মযজ্ঞ চললেও বনগ্রাম এলাকা অনুন্নয়নের অন্ধকারেই ঢাকা পড়ে রয়েছে । চারপাশের গ্রামে নানা উন্নয়ন কাজ হলেও বনগ্রামে নেই  কোন পাকা রাস্তা,বিদ্যুৎ ও পরিষুদ্ধ পানীয় জলের ব্যবস্থা ।
অনুন্নয়নের কারনে গ্রামের বাসিন্দাদের  দুর্বিসহ পরিস্থিতির মধ্যেই দিন কাটাতে হচ্ছে । পানীয় জলের সুব্যবস্থা না থাকায় সারা বছর  গ্রামবাসীদের জলকষ্টে ভুগতে হয় । এছাড়াও গ্রামে বিদ্যুৎ ব্যবস্থার কোন উন্নতি না হওয়ার সন্ধ্যা নামলেই গোটা গ্রাম অন্ধকারে ঢাকা পড়ে ।  তারফলে গ্রামের ছেলে মেয়েদের পড়াশুনার ক্ষতি হচ্ছে । এছাড়াও  এখনও  কাঁচা রাস্তা দিয়েই যাতায়াত করতে হয় গ্রামের বাসিন্দাদের  । পিন্টু ইসলাম  বলেন, গ্রীষ্ম ও শীত কালে ওই সব কাঁচা রাস্তা দিয়ে যাতায়াত করা গেলেও বর্ষাকালে হাঁটু সমান কাদা পেরিয়ে যাতায়াত করতে হয় । খারাপ রাস্তার কারণে গ্রামে অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে  পারেনা । তারফলে কোন প্রশুতি বা অসুস্থ রোগীকে হাসপাতাল নিয়েযাওয়াও  দুরহ হয়েওঠে । গ্রামবাসীরা বলেন ,রাজ্যের সর্বত্র গ্রাম গঞ্জের উন্নয়ন  ঘটে চললেও বিচ্ছিন্ন দ্বীপের মতো    বনগ্রাম এলাকাই একমাত্র  অনুন্নয়নের অন্ধকারে ঢাকা পড়ে রয়েছে।নানা মহলে দরবার করেও কোন কাজ না হওয়ায় গ্রামের  উন্নয়নের দাবিতে এদিন বিডিওকে স্মারক লিপি জমা দিয়েছেন।  গ্রামবাসীরা বলেন , এর পরেও কোন কাজ না হলে তাঁরা  বৃহত্তর আন্দোলনে  নামবেন ।
বিডিও সৌমেন বণিক এদিন  বনগ্রাম এলাকার  বাসিন্দাদের দাবির বিষয়টি মেনে নিয়েছেন ।  তিনি বলেন বনগ্রামে  পাকা রাস্তা , বিদ্যুৎ ও জলের সমস্যা রয়েছে । আগামী সপ্তাহে আমরা ওই গ্রামে পরিদর্ষনে যাব । গ্রামের রাস্তার উন্নতির জন্য অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে । গ্রামে বিদ্যুৎতের ট্রান্সফরমার বসানোর জন্য বিদ্যুৎ দফতরের সঙ্গে কথা হয়েছে । গ্রামবাসীদের পানীয় জলের সমস্যাও দ্রুত মেটানোর ব্যবস্থা নেওয়া হবে। এতদিন  বনগ্রাম এলাকার উন্নয়নে ব্লক প্রশাসন কেন উদ্যোগ নেয়নি ? এই প্রশ্নের উত্তরে বিডিও সৌমেন বণিক বলেন  বনগ্রামের বাসিন্দারা আগে আমাকে কিছুই জানান নি । এদিন গ্রামবাসীরা লিখিত ভাবে তাঁদের দাবির বিয়টি জানিয়েছেন । সেই দাবি  মতো বনগ্রামে রাস্তা , পানীয় জন ও বিদ্যুৎতের সমস্যা দ্রুত  মেটানোর জন্য পদক্ষেপ  । ”

 

See also  বর্ধমানে সূর্য মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি