আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দাতব্য চিকিৎসালয় উদ্বোধন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
কৃষ্ণ সাহা ( সেহারাবাজার ) :- র্ধমান সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সহযোগিতায় সেহারাবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে দাতব্য চিকিৎসালয় উদ্বোধন করা হলো দক্ষিণ দামোদরে সেহারাবাজারে। এদিন দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন করলেন বর্ধমান সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার আশরাফ উদ্দিন বাবু। বর্ধমান মেডিকেল কলেজের কয়েকজন ডাক্তার থেকে শুরু করে জেলা পরিষদের মেম্বার বিশ্বনাথ রায় প্রধান শুভেন্দু পাল সকলেই দাতব্য চিকিৎসালয় স্থাপনের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। পুরো বিষয়টির স্রষ্টা হলেন সেহারাবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার তথা প্রাণপুরুষ হাজী কুতুবুদ্দীন।
ওই এলাকার অসহায় দরিদ্র মানুষের কথা চিন্তা করে তারা যাতে সুষ্ঠুভাবে বিনামূল্যে চিকিৎসা পরিসেবা পান সেই দিকে নজর রেখেই চিকিৎসালয় স্থাপিত হলো। বারোটি প্রজেক্ট এর মধ্যে শুধুমাত্র বাকি ছিল স্বাস্থ্য পরিষেবা। আজ তাও সম্পন্ন করলেন বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটি এবং সেহারাবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট। ভবঘুরেদের জন্য দেওয়া হবে স্বাস্থ্য পরিষেবা। বর্ধমানের সোসাইটি দক্ষিণ দামোদর অঞ্চলে জমি কিনলেও প্রথমদিকে সাহস করে দাতব্য চিকিৎসালয় স্থাপনের কাজ করতে পারেননি।
Krishaksetu Bangla
হাজী কুতুব উদ্দিন সাহেব, মল্লার সাহেব, রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট, মহিম, ইব্রাহিম, সামসুদ্দিন, দুলাল, শুভ বেশকিছু জনের একটি দল দাতব্য চিকিৎসালয়ের কাজে হাত লাগান। সারা বর্ধমান জেলার মানুষ জানেন বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সবচেয়ে বড় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। কিভাবে দক্ষিণ দামোদর রক্তদান শিবিরের আয়োজন করার উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন সোসাইটির কর্ণধার।
1000 জন মানুষ রক্তদান শিবিরের ক্যাম্প করলে দক্ষিণ দামোদর প্রায় 300 থেকে 400 জন মানুষ অংশ নেন। বেশ কয়েক বছর আগে সেহারাবাজার একাকায় পুরিহা গ্রামে একটি ছেলেকে বাঁচাতে বর্ধমানে একটি নার্সিং হোমে ভর্তি করা হলে চিকিৎসা শুরু হতে দেরি হওয়ায় মৃত্যু হয় ছেলেটির। সেই অবস্থা যাতে আর কারো না হয়, বিনাচিকিৎসায় যাতে মৃত্যু না হয় সেই জন্যই দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন হলো বলে জানায় ট্রাস্টের সম্পাদক হাজি কুতুব উদ্দিন।প্রতি শুক্রবার ছারা প্রতিদিন সকাল ৮ থেকে দুপুর ১ টা পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে
See also  কালীকথায় মেতে উঠলেন অভিনেত্রী তথা সমাজসেবী পায়েল সরকার

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি