আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

গ‍্যাসের বদলে জল

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

খন্ডঘোষ ( মীর ওজল ) :- গ্যাসের বদলে সিলিন্ডারের ভেতর থেকে বেরিয়ে আসছে কাঁচা জল ঘটনাটি ঘটেছে খন্ডঘোষ ব্লকের দুবরাজহাট গ্রামে।মমতাজুল দেওয়ান নামে এক ইন্ডিয়ান গ‍্যাসের গ্রাহক তিনি প্রতি বারের মতো এবার গ‍্যাস বুকিং করেন এবং নিদিষ্ট সময় ডেলিভারি পান তার পর তিনি রান্না কাজের জন্য গ‍্যাসটি ব‍্যবহার করেন এবং তিনি লক্ষ্য করেন নিদিষ্ট সময়ের আগে গ‍্যাসটি শেষ হয়ে যায়, এরপর গ্রাহকের মনে সন্দেহ জাগে এবং তিনি সিলিন্ডারটিকে ওজন করে দেখেন সিলিন্ডার এ এখনো অনেক গ‍্যাস আছে এরপর তিনি যখন সিলিন্ডার এর মুখে নভে পুস করেন তার পর তার মাথায় হাত পড়ে যায় তিনি দেখেন সিলিন্ডার এর ভিতর থেকে বেরিয়ে আসছে কাঁচা জল।


তিনি সঙ্গে সঙ্গে সিলিন্ডারটিকে নিয়ে সাব ডিস্ট্রিবিউটর কাছে যান এবং গোটা ঘটনাটি খুলে বলেন, সিলিন্ডার এর ভিতর থেকে জল বেরিয়ে আসতে দেখে সাব ডিস্ট্রিবিউটর হতবাক হয়ে যান এবং পুরো বিষয়টি ক্ষতিয়ে দেখার আশ্বাস দেন এবং গ্রাহকের জল ভর্তি সিলিন্ডারটি চেঞ্জ করে দেওয়ার আশ্বাস দেন, গ্রাহকরা দাবি করেন এখন বর্তমানে একটি গ‍্যাসের দাম ৮৯৬ টাকা এমনিতেই আমার সাধারণ মানুষেরা গ‍্যাস কিনতে হিমশিম খাচ্ছি তার উপর আবার সিলিন্ডার এ গোলমাল আমার গ‍্যাস কতৃপক্ষের কাছে আবেদন বিষয় গুলির উপর নজর দেওয়ার জন্য যাতে আগামীতে আর কাউকে সমস্যার মধ্যে পড়তে না হয়।






See also  জাতীয় সড়কে উল্টে গেল পর্যটক বোঝাই বাস

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি