বলরাম সাহা ( রায়না ) :- আজ 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস তথা ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের 133 তম জন্ম দিবস। রায়না ১ ব্লকের সংহতি যুব মিশন এবং দীপন যুব গোষ্ঠী এর যৌথ উদ্যোগে আজকে শিক্ষক দিবস উদযাপন করা হয়। আদর্শ শিক্ষক সম্মান ২০২০ সম্মানে সম্মানিত করা হচ্ছে শিক্ষক-শিক্ষিকাদের। একইসঙ্গে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সব মিলিয়ে মোট 50 জন কৃতী ছাত্র-ছাত্রীদের সম্মাননা দেওয়া হবে। এছাড়াও দক্ষিণ দামোদর এর দুই সাংবাদিক কৃষ্ণ সাহা (কৃষক সেতুর সম্পাদক) ও সাংবাদিক সফি কামাল কে আজ সংবর্ধনা দেওয়া হল। আজকের এই শিক্ষক দিবসের শুভ লগ্নে বিভিন্ন এলাকা থেকে বাছাই করে 25 জন শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আসা হয়েছে সম্বর্ধনা দেওয়ার জন্য।
করোনা মহামারীর কারণে স্কুল-কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান একেবারে বন্ধ।তাই প্রত্যেক বছরের মতো জমায়েত করে সকলকে একত্রিত করে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই বছর শিক্ষক দিবস পালন করা সম্ভব হয়নি। জাতীয় শিক্ষক অরূপ চৌধুরী এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি সকলের জন্য একটি করে গাছ দিয়েছেন। এদিনের শিক্ষক দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় শিক্ষক অরূপ চৌধুরী, দ্বীপন যুব গোষ্ঠীর সম্পাদক জয়নাল আবেদীন, প্রাক্তন শিক্ষক অনিল কুমার দে, এলাকার ইংরেজির শিক্ষক এম বাহাদুর, বিশিষ্ট সমাজসেবী শেখ আজিম উদ্দিন, সংহতি যুব মিশনের সম্পাদক রাহুল আজম, এলাকার প্রাইভেট শিক্ষক সহ সংহতি যুব মিশন এবং দীপন যুব গোষ্ঠী এর সকল সদস্য বৃন্দ।