বর্ধমান ( প্রদীপ চট্টোপাধ্যায় ) :- সারা বাংলায় জুড়ে শুক্রবার মহা সমারোহে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
তবে ভাষা দিবস ঘটাকরে পালিত হলেই বাংলা ভাষা নিয়ে বাঙালি কতটা সচেতন
তা নিয়ে সন্দিহান রয়েছেন অনেকেই । আর এই সন্দেহের মূল কারণ খোদ বর্ধমান বিশ্ববিদ্যালয় পরিচালিত মেঘনাদ সাহা তারামণ্ডলের গেটের সামনে থাকা দুটি সাইন বোর্ড । যেখানে জ্যোতিপদার্থ বিজ্ঞানী মেঘনাদ সাহা নামের ইংরাজি বানান ঠিক থাকলেও জ্বলজ্বল করছে মাতৃভাষা বাংলায় লেখা বিজ্ঞানীর নামের ভুল বানান । ‘মেঘনাদ ’সাহার পরিবর্তে লেখা রয়েছো ‘মেঘনাথ’ সাহা।মাতৃ ভাষায় লেখা স্বনামধন্য বিজ্ঞানীর নামের এমন ভুল বানানের বিষয়টি মাতৃ ভাষা দিবসে বর্ধমান বাসীর চর্চার বিষয় হয়ে উঠেছিল ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে মুখে কুলপ অাঁটলেও বর্ধমানের বিশিষ্টজন এটিকে লজ্জাজনক বলেই মন্তব্য করেছেন । তাঁদের মতে তারামণ্ডলের মূল ফটকের বাইরে লাগানো সাইনবোর্ডে বিজ্ঞানীর নামের ভুল বানান বাঙালির মাথা হেট করেদিয়েছে ।
বিশিষ্ঠজনেরা অবিলম্বে বিজ্ঞানীর নামের ভুল বানান সংশোধনের দাবি জানিয়েছেন ।