বর্ধমান ( প্রদীপ চট্টোপাধ্যায় ) :- গোয়ালঘরে আগুন ধরে যাওয়ায় পুড়ে মৃত্যু হল ছয়টি গবাদি পশুর। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের মাজিগ্রাম পঞ্চায়েতের ওউসা গ্রামে ।শনিবার সকালে গোয়ালঘরে পৌছে এই মর্মান্তিক ঘটনা দেখতে পান দরিদ্র গো পালক রবীন্দ্রনাথ ঘোষ। ক্ষতিপূরণের ব্যবস্থা করেদেবার জন্য এদিনই গো পালক মঙ্গলকোটের বিডিও ও মাজিগ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের দ্বারস্থ হন। রবীন্দ্রনাথ বাবু বলেন , গবাদি পশু প্রতিপালন করেই তার পরিবারের জীবিকা নির্বাহ হয় । মশা তাড়ানোর জন্য রাতে গোয়ালঘরে ঘুটে জ্বালিয়ে ধোয়া দিয়েছিলেন ।সেই আগুনের ফুলকি উড়ে কোনভাবে খড়ের চালার গোয়াল ঘরে আগুন ধরেযায় বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন। রবীন্দ্রনাথ ঘোষ বলেন ,গোয়ালঘরে আগুন ধরে যাওয়ায় তার ৬ টি গরু পুরে মারা গিয়েছে। তিনি বলেন ,সরকারী ভাবে আর্থিক ক্ষতিপূরণ না পেলে তিনি ও তার পরিবার চরম বিপাকে পড়েযাবে ।
krishna Saha
আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি