আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিয়ের ৯ দিনের মাথায় শ্বশুর বাড়িতে আত্মঘাতী সিভিক ভল্যান্টিয়ারের স্ত্রী

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now


প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :- বিয়ের নয় দিনের মাথায়  শ্বশুর বাড়িতেই রহস্যজনক কারণে আত্মঘাতী হলেন এক সিভিক ভল্যান্টিয়ারের স্ত্রী। মৃতার নাম রিয়া ঘোষ (১৮)।ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের চকদিঘী অঞ্চলের ফকিরসাহেব তলা এলাকায় । রবিবার বর্ধমান হাসপাতাল পুলিশ মর্গে  বধূর মৃতদেহের  ময়নাতদন্ত হয় । 
কি কারণে বধূ আত্মঘাতী  হল তার তদন্ত জামালপুর থানার পুলিশ শুরু করেছে । 


পুলিশ ও পরিবার সূত্রে জানাগেছে ,রিয়া ঘোষের বাড়ি বর্ধমান শহরে। ৯ দিন আগে  জামালপুরের ফকিরসাহেব তলা নিবাসী শ্রীমন্ত ঘোষের সঙ্গে  বিয়ে হয় রিয়ার। শ্রীমন্ত জামালপুর থানার সিভিক ভল্যান্টিয়ার । শনিবার বিকালে  নিজের কাজে শ্রীমন্ত বাড়ি থেকে বাইরে বের হয় । পরিবার সদস্যরা জানিয়েছেন ওই সময়ে সবার অলক্ষে গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে  শ্বশুর বাড়ির ঘরের শিলিং ফ্যানে ঝুলেপড়ে রিয়া ।এমন ঘটনা  দেখার পরেই শ্বশুর বাড়ির লোকজন রিয়াকে উদ্ধার করে  জামালপুর  ব্লক প্রাথমিক স্বাস্থকেন্দ্রে নিয়েযায় ।সেখানে কর্তব্যরত চিকিৎসক রিয়াকে  মৃত ঘোষনা করেন। কেন রিয়া এমন মর্মান্তিক ঘটনা ঘটালো তার কিছুই বুঝে উঠতে পারছেন না দুই পরিবারেরই লোকজন । পুলিশ এই মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে । 


অন্যদিকে শনিবার গভীর রাতে শ্বশুর বাড়িতেই অগ্নিদগ্ধ হন  চকদিঘী অঞ্চলের অপর এক বধূ । শ্বশুর বাড়ির লোকজন আশঙ্কাজনক অবস্থায় বধূ  মধুমিতা ঘোষ (২৭) কে উদ্ধার  জামালপুর  ব্লক প্রাথমিক স্বাস্থকেন্দ্রে  নিয়েযায় । সেখানে কর্তব্যরত চিকিৎসক বধূকে  মৃত ঘোষনা করেন। চকদিঘী অঞ্চলের শুকপুর গ্রামে বধূর শ্বশুর বাড়ি ।বধূর  স্বামী দেবরাজ ঘোষ জানিয়েছেন, শনিবার  রাতে তিনি সহ বাড়ির  সবাই  ঘুমিয়ে পড়েছিলেন।  সেই সময়ে কাউকে কিছু  বুঝতে না দিয়ে মধুমিতা নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় ।পুলিশ জানিয়েছে বধূ মধুমিতার মৃত্যুর  ঘটনার তদন্ত  শুরু হয়েছে । 


See also  প্রত্যয়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা -বাংলায় ফের তৃণমূলই ক্ষমতায় আসছে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি