প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :- বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকা যুবকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠলো দুষ্কৃতিদের বিরুদ্ধে।আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে পূর্ব বর্ধমানের কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন বছর ১৮ বয়সী ওই যুবকের নাম অভিজিৎ মুর্মু । কালনা থানার তেহাটা গ্রামে তার বাড়ি । কালনা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে ,শনিবার রাতে স্ত্রী অনিমা মুর্মু ও অভিজিৎ নিজেদের ঘরে শুয়েছিল । অভিযোগ রাত ১টা নাগাদ মুখে কাপড় বাঁধা অবস্থায় এক দুষ্কৃতী ওই ঘরে ঢুকে পড়ে অভিজিৎকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেদেয় । প্রাণে বাঁচতে যুবক চিৎকার শুরু করলে ওই দুস্কৃতি পালিয়ে যায় । স্ত্রী এবং পরিবারের লোকজন রাতেই অভিজিৎতকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়েগিয়ে ভর্তি করে।পুলিশকেও ঘটনার কথা জানিয়েছে যুবকের পরিবারের লোকজন ।
krishna Saha
আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি