আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

করোনা চিকিৎসায় ১০ লক্ষ টাকা দিলেন জামালপুরের বাম বিধায়ক সমর হাজরা

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :- রোনা ভাইরাস সংক্রমন রুখতে দেশজুড়ে শুরু হয়েছে লকডাউন। পরিস্থিতির ভয়াবহতা বিচার করে লগডাউন কার্যকর করার জন্য সকল দেশবাসীর কাছে আবেদন রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।পাশাপাশি করোনা সংক্রমণ মোকাবিলা ও সরকারী হাসপাতালের চিকিৎসার পরিকাঠামো অন্নয়নের জন্য এই রাজ্যের  সাত  বিজেপি সাংসদ নিজেদের তহবিল থেকে অর্থ বরাদ্দ করেছেন । সব মিলিয়ে সাত সাসদের বরাদ্দ করা অর্থের পরিমান প্রায়  ৭ কোটি টাকা । বরারাদ্দ করা অর্থ নিজ নিজ এলাকার জেলা শাসকের কাছে পৌছে দেবার কথা ইতিমধ্যেই ঘোষনা করেছেন সাত বিজেপি সাংসদ ।বর্ধমান -দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং আহলুওয়ালিয়া  দুই বর্ধমান জেলার জন্য যে  ১ কোটি ৬০ লক্ষ টাকা   দিয়েছেন তার বেশিরভাগটাই পাচ্ছে পূর্ব বর্ধমান । আহলুওয়ালিয়ার পর এবার পূর্ব  বর্ধমানের  জামালপুর  বিধানসভার বাম বিধায়ক সমর হাজরা একই  খাতে নিজের বিধায়ক তহবিল থেকে  অর্থ বরাদ্দ করলেন ।

বুধবার জেলা প্রশাসন এবং  বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষে চিঠি দিয়ে ১০ লক্ষ টাকা  বরাদ্দের কথা জানিয়ে দিয়েছেন সমর হাজরা । এদিন সমর হাজরা বলেন , এলাকার উন্নয়ন খাতে বিধায়কদের ৬০ লক্ষ টাকা পান । সেই টাকা থেকেই  ১০ লক্ষ টাকা করোনা সংক্রমণ মোকাবিলা ও বর্ধমান হাসপাতালের  চিকিৎসা পরিকাঠামো উন্নয়নের জন্য  তিনি বরাদ্দ করেলেন । সমর বাবু জানিয়েছেন ,তাঁর অর্থ বরাদ্দের বিষয়টি  বিধানসভার বাম দলনেতা সুজন চক্রবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীকেও জানিয়ে দিয়েছেন । এদিন জেলা প্রশাসনকেও চিঠি দিয়ে তা জানিয়ে দিলেন ।

See also  এক ঝলকে দেখে নিন পূর্ব বর্ধমানের আজকের করোনা আক্রান্তের সংখ্যা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি