আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পূর্ব বর্ধমান জেলার ঘুষ্টিয়া গ্রামে চাল – আলু বিতরণ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now


কৃষ্ণ সাহা ( রায়না) :- রকারী উদ্যোগের পর এবার চাল – আলু বিতরন করতে দেখা গেলো পূর্ব বর্ধমান জেলার ঘুষ্টিয়া গ্রামে।রায়না দুই নম্বর ব্লকের অন্তর্গত ঘুষ্টিয়া তরুণ সংঘ ও পাঠাগারের পক্ষ থেকে এই উদ্যোগ নিলেন ক্লাবেরই সদস্যরা।এলাকার সমস্ত দুঃস্থ অসহায় ব্যক্তিদের হাতে বিনামূল্যে চাল ও আলু তুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ক্লাবেরই সহ সেক্রেটারি সন্দীপ চ্যাটার্জী।মাথাপিছু তিন কেজি করে চাল ও দু কেজি করে আলু দেওয়ার মতো আয়োজন করেছেন তারা।সেই হিসেবে একশো থেকে দেড়শো জনকে এই পরিষেবা তারা দিচ্ছেন।প্রচারও করেছেন গ্রামে।এই চাল -আলু বিতরনের সমস্ত অর্থ দেওয়া হয়েছে ক্লাবের ফান্ডে রাজ্য সরকারের তরফ থেকে প্রদান করা খেলার সাথী প্রকল্পের টাকা থেকে। 
COVID19 এর গ্রাস থেকে সাধারণ মানুষকে বাঁচাতে সারা ভারত জুড়ে লকডাউন জারি রয়েছে। এমতাবস্থায় ঘুষ্টিয়া গ্রামের এই ক্লাবের পক্ষ থেকে এই উদ্যোগ সত্যিই মানবতার নজির গড়লো।ক্লাবের সমস্ত সদস্যদের সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসীরা।সেই মতো ভবিষ্যতেও সবরকম প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন ক্লাবের সদস্যবৃন্দ।
See also  বৌমা কানের সোনার দুল চুরির অপবাদ দেওয়ায় অপমানে আত্মঘাতী শাশুড়ি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি