নিজস্ব প্রতিনিধি: বর্ধমানে বিজেপি নেতৃত্বের উপর হামলার প্রতিবাদে আজ রায়নার সেহারাবাজার পুলিশ ফাঁড়িতে আই সি কে ডেপুটেশন জমা দিলেন বিজেপির কার্যকর্তারা।এই ডেপুটেশন এ ছিলেন বিজেপির রাজ্য ত্বরের নেতা তথা টলিউড অভিনেতা রাজ দে , রায়না বিধানসভার অবজারভার সন্তোষ রায় ও ৮ নম্বর জেলা পরিষদের মন্ডল সভাপতি সুভাষ পাত্র-র নেতৃত্বে।
গত ২৮ তারিখ বর্ধমানের একটি ওয়ার্ডে দুই বিরোধী পক্ষের মধ্যে ঝামেলা হয়। ব্যাপারটি হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বর্ধমানের সদর থানায় অভিযোগ করতে যাওয়া হলে সেখানেও বিজেপি কর্মীদের ওপর হামলা হয়। মাধব ডিহি জামালপুর রায়না সেহারাবাজার থানায় এই নিয়ে ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি গ্রহণ করেন বিজেপি কর্মীরা। ৩ দফা দাবিতে ডেপুটেশন জমা দেওয়া হয়।
প্রত্যেকটি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় কোনো বিশেষ দলের প্রতি আনুগত্য প্রদান না করা এবং মিথ্যাচার না করার দাবি জানিয়ে তারা এই ডেপুটেশন জমা দেন। এদিন সামাজিক দূরত্ব বজায় রেখে করণা ভাইরাসের সতর্কতামূলক নীতি নির্দেশিকা মেনেই ডেপুটেশন দেওয়ার কর্মসূচি পালন করা হয়।