তৌসিফ আহমেদ ( সোনামুখী ) :- ভারত চীন লাদাখ সীমান্তে শহীদ হয়েছিলেন 20 জন ভারতীয় সেনা। শহীদ সেনা দের শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশে সোনামুখীর দুবরাজপুর গ্রামে এলাকার মানুষ মোমবাতি নিয়ে মৌন মিছিলে করলেন। মিছিলের আয়োজন করেছিলেন সোনামুখী ব্লক তৃণমূল সংখ্যালঘু সেল। মোমবাতি নিয়ে সকলে সমবেত লাইনে গ্রাম পরিক্রমন করেন এবং পরিশেষে বীর শহীদদের প্রতিকৃতিতে মাল্যদান করেন।
উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমুল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি সেখ আজফার হোসেন, সোনামুখী ব্লক তৃণমুল কংগ্রেস সংখ্যালঘু সেলের কার্যকরী সভাপতি লুৎফর রহমান, সভাপতি সেখ ইউনুস, পূর্ব নবাসন পঞ্চায়েত প্রধান সুনীল রুইদাস, পূর্ব নবাসন অঞ্চল সভাপতি রথীন্দ্রনাথ চৌধুরী, সহ সোনামুখী ব্লক তৃণমুল কংগ্রেস সংখ্যালঘু সেলের সদস্য বৃন্দ ও এলাকার বহু মানুষ।